আজ স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মতিথি। সিমলা স্ট্রিটে স্বামীজির জন্মভিটেয় আজ  মঙ্গলারতি দিয়ে দিনের শুরু হয়।সকালে বিশেষ পুজোর আয়োজনও করা হয়েছে। এছাড়াও  দিনভর থাকবে বিভিন্ন অনুষ্ঠান।  স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিন পালন হতে চলেছে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের বেলুড় মঠে। সেই অনুষ্ঠান ভক্তরা অনলাইনে দেখার সুযোগ পাবেন।

১২ জানুয়ারি দেশজুড়ে যুগনায়কের জন্মদিন ও সেই উপলক্ষে জাতীয় যুব দিবস পালিত হলেও আজ ২১ জানুয়ারিও মহাসাড়ম্বরে পালন করা হবে স্বামীজীর জন্ম তিথি উৎসব  (Swami Vivekananda Birth Tithi 2025)৷ আজকের দিনে সকাল সকাল শেয়ার করুন তাঁর বাণী সম্বলিত শুভেচ্ছা বার্তা।