সনাতন ধর্মের একাধিক উৎসবের মধ্যে রথযাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উৎসবকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রতি বছর আষাঢ় শুক্লার দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়। রাত পেরোলেই ভগবান জগন্নাথ নন্দীঘোষ নামে একটি রথে, বলরাম তালধ্বজ নামক রথে এবং বোন সুভদ্রা দর্পদলন নামক রথে চড়ে তাদের মাসির বাড়ি গুন্ডিচা দেবীর মন্দিরে যাবেন।সেখানে ৭ দিন বিশ্রামের পর জগন্নাথ প্রভু আবার পুরীতে ফিরবেন।
তাই রথের রশিতে টান পরার আগেই প্রিয়জনদের রথযাত্রার শুভেচ্ছা বার্তা পাঠান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। রইল রথযাত্রা ২০২৫-র কিছু ভার্চুয়াল মেসেজ।