শারদ নবরাত্রি ভারতের অন্যতম প্রধান এবং বহুল প্রচলিত এক উৎসব। এটি মূলত দেবী দুর্গার নয়টি ভিন্ন রূপকে উৎসর্গ করে পালিত হয়। 'নবরাত্রি' শব্দটির অর্থ 'নয়টি রাত', যা এই উৎসবের সময়কালকে নির্দেশ করে। এই নয় দিনে উপবাস, পূজা, ভক্তি এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেবীশক্তির আরাধনা করা হয়। এই উৎসবটি কেবল একটি ধর্মীয় আরাধনাই নয়, বরং এটি নারীশক্তির সম্মান, নতুন শুরুর প্রতীক এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধারও প্রতিফলন।আশ্বিন মাসের প্রতিপদ থেকে শুরু হয় এই নবরাত্রি। ২১ তারিখ মহালয়া, ওদিন অমাবস্যা। তাই শারদীয় নবরাত্রি ২২ সেপ্টেম্বর সোমবার থেকে শুরু হবে এবং চলবে ১ অক্টোবর পর্যন্ত। এর পর ২ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে। প্রসঙ্গত বছরে মোট দুটি গুপ্ত নবরাত্রি থাকে। একটি হল চৈত্র মাসের নবরাত্রি। আর একটি হল শারদীয়া নবরাত্রি। শারদীয় নবরাত্রিতে দেবী দুর্গার বিশেষ পুজো করা হয়। এই নয় দিনে দেবী দুর্গার নয়টি রূপের পুজো করা হয়।
পঞ্জিকা মতে এবার দেবী গজের পিঠে চড়ে মর্তে আসছেন। কথিত রয়েছে, দেবী যদি হাতির পিঠে চড়ে মর্তে আসেন তবে তা সকলের জন্য খুবই শুভ। রবিবার বা সোমবার যদি নবরাত্রি শুরু হয় তাহলে দেবী হাতির পিঠে চড়ে আসেন। তাই এবারের পুজো নিষ্ঠা ভরে করলে শুভ ফল পেতে পারেন। যাঁরা নবরাত্রি পালন করেন তাঁদের পুজো শুরু করতে হয় ঘটস্থাপনের মাধ্যমে। যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ২০২৫ সালে ঘটস্থাপন করতে হবে সোমবার ২২ সেপ্টেম্বর।
ঘটস্থাপনের শুভ সময়-
শারদ নবরাত্রির ঘটস্থাপন করা যেতে পারে ২২ তারিখ সকাল ৬টা বেজে ০৯ মিনিট থেকে সকাল ৮টা বেজে ০৬ মিনিট পর্যন্ত। এছাড়াও যদি কেউ বেলার দিকে ঘটস্থাপন করতে চান, তাহলে সকাল ১১টা বেজে ৪৯ মিনিট থেকে দুপুর ১২টা বেজে ৩৮ মিনিট পর্যন্ত ঘটস্থাপন করা যেতে পারেন।
২২ সেপ্টেম্বর ২০২৫- দেবী শৈলপুত্রীর পুজো
২৩ সেপ্টেম্বর ২০২৫- দেবী ব্রহ্মচারিণীর পুজো
২৪ সেপ্টেম্বর ২০২৫- দেবী চন্দ্রঘন্টার পুজো
২৫ সেপ্টেম্বর ২০২৫- দেবী কুষ্মাণ্ডার পুজো
২৬ সেপ্টেম্বর ২০২৫- দেবী স্কন্দমাতার পুজো
২৮ সেপ্টেম্বর ২০২৫- দেবী কাত্যায়নীর পুজো
২৯ সেপ্টেম্বর ২০২৫- দেবী কালরাত্রির পূজা
৩০ সেপ্টেম্বর ২০২৫- দেবী সিদ্ধিদাত্রীর পুজো
১ অক্টোবর ২০২৫- দেবী মহাগৌরীর পুজো
২ অক্টোবর ২০২৫- বিজয়া দশমী