শ্রাবণ প্রায় শেষের পথে। আজ, শ্রাবণ মাসের শেষ সোমবার(Sawan Somvar)। এই গোটা মাসজুড়ে শিব (Lord Shiva) পুজোয় মাতেন ভক্তরা। প্রতি সোমবার বিশেষ উপবাস রেখে শিবের মাথায় জল ঢালেন তাঁরা। কিন্তু জানেন কি কীভাবে শিব পুজো করলে কৃপা মেলে?
জেনে নিন কিছু নিয়ম...
পোশাকের রঙঃ শ্রাবণ মাসে শিবের পছন্দের রঙের জামাকাপড় পরলে মঙ্গল হয়। তাই এই সময় সবুজ রঙের শাড়ি পরতে পারেন। শিবের মাথায় জল ঢালার সময় হাতে মেহেন্দি লাগাতে পারেন। এছাড়া পরতে পারেন সবুজ রঙের কাচের চুরি। এছাড়া কপালে সবুজ টিপও পরতে পারেন।
শিব অভিষেক বিধিঃ শ্রাবণ মাসে শিবকে আতপ চাল অর্পণ করুন। এছাড়া দিতে পারেন সাদা তিল। শ্রাবণের শেষ সোমবার অর্থাৎ চতুর্থ সোমবারে শিবকে যব ও ছাতু অর্পণ করা ভাল।
আমিষ-নিরামিষ খাবার ভক্ষণঃ পুরো শ্রাবণ মাস নিরামিষ আহার করার কথা বলা রয়েছে শাস্ত্রে। নিরামিষ খেলেও শ্রাবণের সোমবারগুলিতে দুধ, বেগুন ও শাক খাওয়া নিষেধ।
দুধ ও গঙ্গাজল: কিন্তু শ্রাবণের শেষ সোমবার শিবের মাথায় দুধ ঢালতেই হবে। আর যা-ই ঢালুন না কেন, তার সঙ্গে দুধ মেশানো আবশ্যক। দুধ ঢালার পর শিবলিঙ্গটিকে গঙ্গাজল দিয়ে ধুয়ে দিতে হবে।