রথযাত্রা উৎসবটি প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয়। জগন্নাথ দেবকে স্মরণ করে ও পূজার্চনার মধ্যে দিয়ে হিন্দু ধর্মের এই প্রাচীন ও বিশেষ উৎসব হয়।
রথযাত্রার সূচনা নিয়ে অনেক কাহিনী আছে। ইতিহাস বলছে, প্রায় ১২ম শতকে গঙ্গাবংশীয় রাজা চোড়গঙ্গ দেব পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেছিলেন। সেই সময় থেকেই রথযাত্রার শুরু বলে মনে করা হয়। রথযাত্রায় জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে রথে চড়ে মাসির বাড়ি যান। ৯ দিন পরে আবার ফিরে আসেন। পুরীতে দেখা লক্ষ লক্ষ ভক্ত এই রথ টানেন। দূরদূরান্ত থেকে ভক্তরা হাজির হন। পুণ্যলাভের আশায় তারা রথের রশিতে টান দেন। রথযাত্রা হিন্দু ধর্মের এক অতি প্রাচীন উৎসব।যা ভগবান জগন্নাথদেবকে উৎসর্গীকৃত।
২০২৫ সালে রথযাত্রা পালিত হবে ২৭ জুন শুক্রবার। রথযাত্রার জন্য দ্বিতীয়া তিথি শুরু হবে ২৬শে জুন, দুপুর ১:২৫ মিনিটে এবং শেষ হবে ২৭শে জুন, সকাল ১১:১৯ মিনিটে।
উল্টো রথযাত্রা বা বাহুড়া যাত্রা অনুষ্ঠিত হবে ৪ঠা জুলাই, শুক্রবার।
এই রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, সম্প্রীতির উৎসব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ রথ টানতে পারেন এবং ভগবানের কৃপা লাভ করতে পারেন।