Pitri Tarpan 2024 Photo Credit: X@PTI_News

গত ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে পিতৃপক্ষ। শাস্ত্র মতে প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদিত এই বিশেষ সময় শেষ হয়ে আজই সূচনা হবে দেবীপক্ষের। আজ ২ অক্টোবর ২০২৪ (মঙ্গলবার) সর্বত্র পালিত হচ্ছে সর্বপিতৃ অমাবস্যা বা মহালয়া। এ দিন উত্তর পুরুষের হাত থেকে জল পেয়ে তৃপ্ত হয়ে পূর্বপুরুষদের ফিরে যাওয়ার দিন। মহালয়ার ভোর থেকেই তাই তর্পণ ও শ্রাদ্ধকর্ম করতে গঙ্গা ও অন্য নদীর পাড়ে সাধারণ মানুষের ঢল নেমেছে । এই তর্পণের ফলে অন্ন-জল পেয়ে তৃপ্ত পূর্বপুরুষদের আশীর্বাদে পরিবারের সদস্যদের কল্যাণ হয় ও পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়।

শিলিগুড়ির লালমোহন মল্লিক নিরঞ্জন ঘাট:-

কলকাতার বাবুঘাট

গঙ্গাসাগর

উত্তরাখন্ড, হরিদ্বার

কোচবিহার, সাগরদিঘি