মুম্বই, ২৭ আগস্ট: Ganesh Puja at J&K by Kiran Isher: জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) সীমান্তের অঞ্চল পুঞ্চ (Poonch)। সেখানেও আরাধনা করা হবে সিদ্ধিদাতা গণেশের (Lord Ganesha)। আগামী ২ সেপ্টেম্বর সারা দেশ জুড়ে গণেশ চতুর্থী (Ganesh Chaturthi) উৎসব পালিত হবে। গণেশ উৎসবের এই শুভ মুহূর্তে পুঞ্চের এক বাসিন্দা কিরণ ইশার তিনটি গণেশ মূর্তি নিয়ে মুম্বই থেকে পুঞ্চের উদ্দেশ্যে যাত্রা করছেন।
তিনটি গণেশ মূর্তির মধ্যে একটির উচ্চতা ৬.৫ ফিট। এই মূর্তিটির নাম 'ভারত-পাক বর্ডারের রাজা' (India Pak Cha Raja) । গত ১০ বছর ধরে তিনি এই পূজা করে চলেছেন। তাঁর এই পুজো করার উদ্দেশ্য হল সেনা জাওয়ানের মনোবল শক্ত করা ও নাগরিকের মধ্যে সম্প্রীতির ভাব ছড়িয়ে দেওয়া। আরও পড়ুন, গণেশ চতুর্থীর নির্ঘন্ট, শুভ মুহূর্ত ও গণেশ পুজোর মাহাত্ম্য জানুন
Kiran Isher, a resident of POONCH, J&K is taking 3 idols of Lord Ganesha, including a 6.5ft idol called 'India-Pak Border cha Raja' to her home city from Mumbai.Says,"I've been doing it for last 10 yrs to boost the morale of our jawans&instill a feeling of harmony among citizens" pic.twitter.com/pIbLAOPUJU
— ANI (@ANI) August 27, 2019
এএনআই (ANI)- এর করা টুইটের পোস্টটি থেকে কিরণ ইশারের যে বক্তব্য পাওয়া যায়, ' আমি গত ১০ বছর ধরে সেনা জাওয়ানের মনোবল বৃদ্ধি করতে ও নাগরিকদের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে গণেশ পুজোর আয়োজন করি।'
টুইটটি পোস্ট করার পর ভাইরাল হয়ে যায়। কাশ্মীরের প্রতিকূল পরিস্থিতিকে দূরে সরিয়ে রেখে খুশি ও আনন্দ পালনের জন্য তিনি ১০ বছর ধরে উদ্যোগ নিয়ে পুজো করে চলেছেন দেখে গর্বিত বোধ করেন নেটিজেনরা। জম্মু ও কাশ্মীরেও আনন্দ আয়োজনের প্রয়োজনের কথা মাথায় রেখেই আরাধনা করেন সিদ্ধির দেবতা গণেশের। জম্মু ও কাশ্মীরে এই গণেশের মূর্তি যাচ্ছে সর্বশ্রেষ্ঠ গণেশ পুজোর শহর মুম্বই থেকে।