Kartik Puja Time & Date (Photo Credit: X@SamaptiBiswas18)

দুর্গা, কালী পেরিয়ে চলছে দেবী জগদ্ধাত্রী আরাধনা। আর এর পরেই নভেম্বরের শুরুতেই অনুষ্ঠিত হতে চলেছে কার্তিক পুজো। এখন থেকেই দেব সেনাপতি কার্তিকের পুজো ঘিরে সাজো সাজো রব বাংলার নানান প্রান্তে। কার্তিক মাসের শেষ দিনে দেব সেনাপতি তথা দেবী পার্বতী ও দেবাদিদেব মহাদেবের পুত্র কার্তিককে পুজো করার রীতি প্রচলিত রয়েছে। জ্যোতিষমতে মঙ্গলগ্রহের অবস্থান ভালোর দিকে রাখার জন্য অনেকেই কার্তিক পুজো করে থাকেন। প্রসঙ্গত, সূর্য যখন রাশি পরিবর্তন করে তুলা থেকে বৃশ্চিক রাশিতে যায়, তখনই কার্তিক মাসের শেষ দিনে কার্তিক পুজো করা হয়। ২০২৫ সালে কার্তিক পুজো পড়েছে ৫ নভেম্বর, বুধবার। এই তিথি ‘ত্রিপুরারী পূর্ণিমা’ নামেও পরিচিত।

কার্তিক পুজোর শুভ তিথি ও ক্ষণঃ-

চলতি বছরে আগামী ৫ নভেম্বর, ২০২৫ (বুধবার) কার্তিক পুজো আয়োজিত হবে। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ৪ নভেম্বর, ২০২৫, রাত্রি ১০টা ৩৬ মিনিট থেকে। শেষ হবে পরের দিন ৫ নভেম্বর, ২০২৫, সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে। উদয়া তিথি অনুযায়ী কার্তিক পূর্ণিমা পালিত হবে ৫ নভেম্বর, ২০২৫।

৫ নভেম্বর, ২০২৫ পুজোর শুভ সময় সকাল ৭টা ৫৮ মিনিট থেকে সকাল ৯টা ২০ মিনিট পর্যন্ত। প্রদোষকালে দেব দীপাবলি মুহূর্ত পড়েছে ৫ নভেম্বর, সন্ধ্যা ৫টা ১৫মিনিট থেকে রাত ৭টা ০৫ মিনিট পর্যন্ত।

চন্দ্রোদয়: ৫ নভেম্বর, সন্ধ্যা ৫টা ১১ মিনিট।