গতকাল সন্ধ্যায় চতুর্থী তিথি শুরু হলেও , আজ সন্ধ্যায় করবা চৌথ (Karba Chauth) পালন করবেন মহিলারা। বৃহস্পতিবার রাত ১০টা ৫৪ মিনিটে কার্তিক কৃষ্ণা চতুর্থী পড়েছে, তবে চতুর্থী ছেড়ে যাবে আজ (১০ অক্টোবর, শুক্রবার) সন্ধে ৭টা ৩৮ মিনিটে। শুক্রবার সন্ধ্যায় আকাশে চাঁদ উঠবে। আর ওই চাঁদ দেখে, স্বামীর মুখ দর্শন করে জলপান করবেন মহিলারা। সারাদিন নির্জ্জলা উপোস থাকার পর চন্দ্র দর্শনে ভাঙবে উপবাস। তারপর স্বামীর হাতে জল গ্রহণ করে মহিলারা কিছু খাবেন। এভাবেই দেশ জুড়ে করবা চৌথ পালন করেন উত্তর এবং পশ্চিম ভারতের গৃহিনীরাও। বাঙালিরাও অনেকে করবা চৌথ পালন করেন। সেক্ষেত্রে তাঁরাও একই নিয়ম মেনে জলপান করেন।
করবা চৌথের চাঁদ ওঠার আগে সুখী দম্পতি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে পাঠিয়ে দিন লেটেস্টলি বাংলার শুভেচ্ছা পত্র-

