Jhulaan Utsav 2025 ( Photo Credit: X@urugayah_)

পাঁচ দিনব্যাপী শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসবের আজ(৫-৮-২৫) সূচনা হলো। ঝুলন যাত্রা হলো বৈষ্ণব সম্প্রদায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী উৎসব, যা মূলত রাধা-কৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে পালিত হয়। এর ইতিহাস ও তাৎপর্য হিন্দু ধর্মীয় গ্রন্থ এবং লোককাহিনীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় ঝুলন যাত্রা উৎসব। ঝুলন যাত্রা উৎসব উপলক্ষে রাধাকৃষ্ণের বিগ্রহ কে সুন্দর বেশে সাজিয়ে তোলা হয়েছে। সেই সঙ্গে আলোর মালায় সেজে উঠেছে রাধা কৃষ্ণের মন্দিরগুলি।

ইসকন মায়া পুরে সাড়ম্বরে পালিত হচ্ছে ঝুলন যাত্রা উৎসব। সেই সঙ্গে ইসকন কলকাতা মন্দিরে ও ঝুলন যাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে। এ ছাড়া নব দ্বীপ ধাম সহ রাজ্য তথা দেশের নানাস্থানে আয়োজন করা হয়েছে ঝুলন যাত্রা উৎসবের।

বৃন্দাবনের রাধাবল্লভ মন্দিরে সূচনা হল ঝুলন উৎসবের

উত্তরপ্রদেশের বৃন্দাবনে মহাসমারোহে পালিত হবে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব।বহু ভক্ত সমাগমের মধ্য দিয়ে বৃন্দাবনে র ঝুলন যাত্রা উৎসবের পালনের আয়োজন করা হয়েছে।

পুরীর জগন্নাথ মন্দিরেও সাড়ম্বরে পালিত হচ্ছে ঝুলন যাত্রা উৎসব

ঝুলন যাত্রার উৎপত্তি দ্বাপর যুগে, যখন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী বৃন্দাবনে লীলা করতেন। পৌরাণিক কাহিনী অনুসারে, শ্রাবণ মাসের এই সময়টায় বৃন্দাবনের সবুজ কুঞ্জবনে রাধা এবং গোপীরা শ্রীকৃষ্ণের সঙ্গে দোলনায় দুলেছেন। বর্ষার সতেজ হাওয়া এবং প্রকৃতির মনোরম পরিবেশে এই দোলনা খেলা ছিল তাদের প্রেম এবং আনন্দের প্রতীক। এই ঘটনাকে স্মরণ করেই ভক্তরা আজও ঝুলন যাত্রা পালন করে।

বিভিন্ন বৈষ্ণব সাহিত্যে, যেমন ভাগবত পুরাণ, হরিবংশ এবং গীতগোবিন্দে রাধা-কৃষ্ণের এই লীলার উল্লেখ পাওয়া যায়। এই উৎসবটি বর্ষাকালের রোমান্টিকতা এবং প্রকৃতির সঙ্গে ঐশ্বরিক প্রেমের সংযোগকে তুলে ধরে।