আজ ১ জুন ২০২৫ তারিখে পালিত হবে জামাইষষ্ঠী (Jamai Sasthi Bengali Wishes)। সকাল থেকেই শ্বশুড়বাড়িতে তোড়জোড় শুরু।  এই দিন জামাইকে বাড়িতে ডেকে ভূরিভোজ করিয়ে থাকেন শ্বশুর শাশুড়িরা। তবে সবার পক্ষে এই দিনে শ্বশুর বাড়ি যাওয়া সম্ভব হয় না। কিন্তু সে আপনি জামাইষষ্ঠী করতে যান বা নাই যান। শ্বশুর শাশুড়ির তরফ থেকে আপনাকে খুশি করতে রইল লেটেস্টলি বাংলার জামাইষষ্ঠীর শুভেচ্ছাবার্তা।