জামাইষষ্ঠী (Jamai Sasthi 2025)বাঙালিদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এদিন সব শ্বশুর-শাশুড়ি চান, তাঁদের জামাইরা বাড়িতে আসবেন, এবং তাঁদের সঙ্গে সুন্দর সময় কাটাবেন। পেটপুরে হবে খাওয়াদাওয়া, জমবে আড্ডা। কিন্তু এসবের মাঝে দূরে থাকা জামাই বাবা জীবনকে জানিয়ে দিন লেটেস্টলি বাংলার শুভেচ্ছা বার্তা।