আজ ১৫ অগস্ট, গোটা দেশে আজ মহা ধূমধামে পালিত হচ্ছে স্বাধীনতা দিবসের উদযাপন। ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় উৎসব আজ , কারণ ১৯৪৭ সালের এই দিনেই ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা দিবস ভারতের জন্য গর্ব ও ঐক্যের প্রতীক। আজকের দিন আমাদের মুক্তিযোদ্ধাদের সংগ্রাম ও আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়।এর পাশাপাশি এই দিনটি একটি স্বাধীন ও গণতান্ত্রিক ভারত গড়ার জন্য আমাদের দায়িত্বকে পুনর্ব্যক্ত করার সুযোগ দেয়।
আমাদের দেশ ১৯৪৭ সালের ১৫ অগস্ট স্বাধীনতা লাভ করে, তারপর থেকে আমরা প্রতি বছর এই দিনটি পালন করি। দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের পর ব্রিটিশ শাসন থেকে আমাদের দেশ স্বাধীনতা লাভ করে বলেই এ দিবসের গুরুত্ব বেড়ে যায়। আজকের সকালে তাই রইল স্বাধীনতা দিবসের শুভেচ্ছা পত্র।