Hul Diwas 2025 (Photo Credit: File Image)

প্রতি বছর ৩০শে জুন পালিত হয়, 'হুল দিবস'।  ১৮৫৫ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বীর সিধু-কানহুর নেতৃত্বে সাওতাল বিদ্রোহকে স্মরণ করেই এই দিন পালিত হয়। যা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের আগের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তকে মনে করিয়ে দেয়।

আজকের এই বিশেষ দিনে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে 'হুল দিবস'-এর ঐতিহাসিক তাৎপর্যের প্রতি শ্রদ্ধা জানান এবং ভারতের আদিবাসী ইতিহাসের শ্রদ্ধেয় নেতা বীর সিধু-কানহুর সাহসী চেতনা উদযাপন করেন। তিনি লেখেন- হুল দিবস আমাদের আদিবাসী সমাজের অদম্য সাহস এবং আশ্চর্যজনক বীরত্বের কথা মনে করিয়ে দেয়। ঐতিহাসিক সাঁওতাল বিপ্লবের সাথে সম্পর্কিত এই বিশেষ অনুষ্ঠানে, আমরা সিদো-কানহু, চাঁদ-ভৈরব এবং ফুলো-ঝানো সহ সেই সমস্ত সাহসী পুরুষ ও মহিলাদের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানাই।যারা বিদেশী শাসনের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে জীবন উৎসর্গ করেছেন। তাদের বীরত্বের কাহিনী দেশের প্রতিটি প্রজন্মকে মাতৃভূমির আত্মসম্মান রক্ষার জন্য অনুপ্রাণিত করবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হুল দিবস উদযাপন-

“সাহসী সাঁওতালদের বীরত্ব ও আত্মত্যাগের কাহিনী এখনও মেরুদণ্ডকে শীতল করে তোলে।” সোমবার এক্সবার্তায় এ কথা জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।তিনি লিখেছেন, হুল ক্রান্তি ছিল আদিবাসী ভাই-বোনদের নেতৃত্বে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দেশের প্রথম সংগঠিত বিপ্লব, যেখানে সিধু-কানহু, চাঁদ-ভৈরবের মতো বীরদের পাশাপাশি ফুলো-ঝানোর মতো সাহসী মহিলারাও মাতৃভূমির জন্য শহীদ হয়েছিলেন।দেশের প্রতিটি নাগরিকের তাঁদের বীরত্বের কাহিনী পড়া উচিত, মাতৃভূমির জন্য ত্যাগ ও নিষ্ঠার অনুপ্রেরণা নেওয়া উচিত।'হুল দিবস'-এ আমি মহান সাঁওতাল শহীদদের স্মরণ করি এবং কৃতজ্ঞ জাতির পক্ষ থেকে তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই।

 

হুল দিবসে আদিবাসী ভাইবোনদের শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে এক্স হ্যান্ডেলে এক বার্তায়মুখ্যমন্ত্রী জানান,হুল দিবস উপলক্ষে আমার সকল আদিবাসী ভাই - বোন সহ সবাইকে জানাই অন্তরের শ্রদ্ধা।শাসকের অত্যাচারের প্রতিবাদে তথা শোষণের বিরুদ্ধে সিধো - কানহোর নেতৃত্বে সাঁওতালদের লড়াই আজও আমাদের প্রেরণা জোগায়।সাঁওতাল বিদ্রোহের এই দুই নায়ককে সম্মান জানিয়ে তাঁদের নাম জড়ানো আছে জঙ্গলমহলে আমাদের একটি বিশ্ববিদ্যালয়ে।উল্লেখ্য, এদিন ফেসবুক পেজেও এ বিষয়ে তাঁর অন্তরের শ্রদ্ধা আদিবাসী ভাইবোনদের জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।