সনাতন ধর্মের একাধিক উৎসবের মধ্যে অন্যতম হল রথযাত্রা উৎসব। প্রতি বছর ওড়িশায় পুরীর জগন্নাথ মন্দিরে এই উৎসবটি ধুমধামের সঙ্গে পালন করা হয়। ভগবান জগন্নাথ, ভগবান বলরাম ও দেবী সুভদ্রার শোভাযাত্রা প্রত্যক্ষ করতে লক্ষ লক্ষ ভক্ত পুরীর জগন্নাথ মন্দিরে জড়ো হন। রাস্তায় রথের দড়ি টানার পাশাপাশি চলে রথযাত্রার শুভেচ্ছা বার্তা।

পড়শী রাজ্য ওড়িশার পাশাপাশি এবার বাংলা জুড়েও রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে মহাসমারোহের সঙ্গে।দিঘার নবমির্মিত মন্দিরে এইবার রথের চাকা গড়াবে প্রথম বার। কয়েকদিন ধরে চলছে তারই প্রস্তুতি। তাই পরিবার-পরিজন, প্রিয়জন, বন্ধু বান্ধব, সকলকে রথযাত্রা উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠান সকালেই।