প্রতিটি জাতির জীবনে এমন কিছু দিন আছে যাকে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে। যে দিনটির আগমন প্রত্যেকটি মানুষের জন্য আনন্দ উৎসবের বার্তা বয়ে নিয়ে আসে। এই উৎসব-আনন্দে তাদের নিজ নিজ ইতিহাস-ঐতিহ্য, বিশ্বাস, মানসিকতা প্রভৃতি মূর্ত হয়ে ওঠে। আজ (৬ জুন, শুক্রবার,২০২৫) মুসলমান সম্প্রদায়ের জন্য সেই দিন। আজ ঈদ-উল-আযহা উদযাপন করবেন বিশ্বব্যাপী ইসলাম সম্প্রদায়ের জনগণ।

ঈদ-উল-আযহা আরবি বাক্যাংশ। এর অর্থ হল ‘ত্যাগের উৎসব’। এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হল ত্যাগ করা। এই দিনটিতে ফযরের নামাযের পর ঈদগাহে গিয়ে দুই রাকায়াত ঈদ-উল-আযহার নামায আদায় ও অব্যবহিত পরে স্ব-স্ব আর্থিক সামর্থ্য অনুযায়ী আল্লাহ্-র নামে পশু কুরবানি করে। আজ এই পবিত্র দিনে রইল লেটেস্টলি বাংলার তৈরি করা শুভেচ্ছা বার্তা।