হিন্দু শাস্ত্র অনুসারে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিটিকে বলা হয় গুরু পূর্ণিমা। চলতি বছরে ১০ জুলাই বৃহস্পতিবার পড়েছে গুরু পূর্ণিমা।প্রতি মাসেই পূর্ণিমা তিথির আলাদা মাহাত্ম্য থাকে। এই বিশেষ তিথিতে সত্যনারায়ণ পুজো আয়োজিত হয় বহু বাড়িতে। তবে গুরু পূর্ণিমা তিথিতে গুরুর আশীর্বাদ পেতে অনেকেই পুজো পাঠেও ব্যস্ত থাকেন। মহর্ষি বেদব্যাসের জন্ম তিথি উপলক্ষ্যে পালিত হয় গুরু পূর্ণিমা তিথিতে ব্রত রেখে গুরুকে পুজো করলে, তা ফলদায়ী হয়।এখন দেখে নেওয়া যাক গুরু পূর্ণিমার তিথি ও ব্রহ্ম মুহুর্ত-
গুরু পূর্ণিমা তিথিঃ
পঞ্জিকা অনুসারে ১০ জুলাই ২০২৫ গুরু পূর্ণিমা ২০২৫এর তিথি । বৃহস্পতিবার ১০ জুলাই রাত ১ টা ৩৬ মিনিটে পড়ছে গুরু পূর্ণিমার তিথি এবং শুক্রবার ১১ জুলাই রাত ২ টো ৬ মিনিটে তিথি ছেড়ে যাচ্ছে।
গুরু পূর্ণিমা ২০২৫ শুভ তিথি ও শুভ যোগঃ
চলতি বছরে র অভিজিৎ মুহূর্ত পড়ছে দুপুর ১১ টা ৫৯ মিনিট থেকে আর তা চলবে ১২ টা ৫৪ মিনিট পর্যন্ত। এরপর গোধূলি মুহূর্ত সন্ধ্যা ৭ টা ২১ মিনিট থেকে ৭ টা ৪১ মিনিট পর্যন্ত চলবে। অমৃতকাল রাত ১২ টা ৫৫ মিনিট থেকে ১১ জুলাই রাত ২ টো ৩৫ মিনিট পর্যন্ত চলবে। বিজয় মুহূর্ত রাত ২ টো ৪৫ মিনিট থেকে রাত ৩ টে ৪০ মিনিট পর্যন্ত হবে। গুরু পূর্ণিমার ব্রহ্ম মুহূর্ত তিথি ১০ জুলাই ২০২৫ র ১০ জুলাই ভোর ৪ টে ১০ মিনিট থেকে সন্ধ্যা ৪.৫০ মিনিট পর্যন্ত থাকবে।