![](https://bnst1.latestly.com/uploads/images/2024/07/%25E0%25A6%2597%25E0%25A7%2581%25E0%25A6%25B0%25E0%25A7%2581-%25E0%25A6%25AA%25E0%25A7%2582%25E0%25A6%25B0%25E0%25A7%258D%25E0%25A6%25A3%25E0%25A6%25BF%25E0%25A6%25AE%25E0%25A6%25BE-380x214.jpg)
Guru Purnima 2024: আজ রবিবার ২১ জুলাই পালিত হবে গুরু পূর্ণিমা। প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে আষাঢ় পূর্ণিমা বা গুরু পূর্ণিমা পালিত হয়। এই দিনটিকে মহাভারতের স্রষ্টা আচার্য বেদব্যাসের জন্মবার্ষিকী হিসাবে পালন করা হয়। কথিত আছে, আষাঢ় পূর্ণিমা দিনটিকে গুরু পূর্ণিমা হিসাবে উদযাপন শুরু করেছিলেন বেদব্যাসের পাঁচ শিষ্য। তাই এই দিনটি গুরু-শিষ্যের আত্মিক সম্পর্কের প্রতিফলন ঘটায়। কথিত আছে যে মহর্ষি বেদব্যাস আষাঢ় মাসের এই দিনেই তাঁর শিষ্য ও অন্যন্য ঋষিদের শ্রী ভাগবত পুরাণের জ্ঞান দান করেছিলেন। সেই থেকে মহর্ষি বেদব্যাসের ৫ জন শিষ্য এই দিনটিকে গুরু পূর্ণিমা হিসাবে উদযাপন করেন। এই দিনে গুরুর পুজো করার প্রথা শুরু করেন তাঁরা।
২০২৪ গুরু পূর্ণিমা তিথিঃ
২০ জুলাই শনিবার আষাঢ় পূর্ণিমার তিথি শুরু হয়েছে বিকেল ৫:৫৯ মিনিটে। ২১ জুলাই রবিবার বিকেল ৩:৪৬ মিনিট পর্যন্ত থাকবে তিথি। রবিবারই পুজোর জন্যে উপবাস পালন করা হবে।
রাশিচক্রে বৃহস্পতির অবস্থান শক্তিশালী না হলে, বৃহস্পতির অবস্থান দুর্বল হলে ব্যক্তিরই ব্যবসা, চাকরি কিংবা শিক্ষা কোন ক্ষেত্রেই উন্নতি করা সম্ভব নয়। তাই গুরু পূর্ণিমার দিন একটি বিশেষ কাজের মাধ্যমে নিজের দুর্বল বৃহস্পতিকে শক্তিশালী করে তুলুন।
গুরু পূর্ণিমায় কী করনীয়ঃ
আষাঢ় পূর্ণিমা বা গুরু পূর্ণিমার দিন ভগবান বিষ্ণুর পুজো এবং আরতি করুণ। বিষ্ণু সহস্রনাম পাঠ করুণ। এদিন উপবাস রাখুন। পুজোয় পঞ্চামৃত, তুলসি এবং হলুদ ফুল ব্যবহার করতে হবে। গুড়, ঘি, ছোলার ডাল, বেসনের লাড্ডু, চাল, হলুদ মিষ্টি, হলুদ বস্ত্র দরিদ্রদের দান করুণ।
গুরু পূর্ণিমা উপলক্ষ্যে আপনার ঠাকুরঘরে হলুদ রঙের একটি কাপড়ে গুরু যন্ত্র প্রতিষ্ঠা করুণ। গুরু যন্ত্র মন্ত্র ১০৮ বার জপ করুন। এরপর প্রতি বৃহস্পতিবার নিয়ম মেনে এটিকে পুজো করুণ। আপনার জীবনে বৃহস্পতির ইতিবাচক প্রভাব পড়তে শুরু করবে। রাশিচক্রের দুর্বল বৃহস্পতি শক্তিশালী হবে।