Gopashtami 2025: কার্তিক মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় গোপাষ্টমী। হিন্দু ধর্মে এই বিশেষ দিনটিতে গোমাতার পুজো করা হয়। ছোট্ট গোপালকে প্রথম যেদিন তাঁর পালক-পিতা নন্দ বৃন্দাবনে গরু চরানোর দায়িত্ব দিয়েছিলেন, সেই দিনটিকে মনে রেখেই পালন করা হয় গোপাষ্টমী।
এই দিনেই নন্দের অনুমতি নিয়ে ছোট্ট গোপাল বৃন্দাবনে গরু চরাতে যান এবং গোমাতাদের দায়িত্ব নেন অন্য গোপ বালকদের সঙ্গে। শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত এই দিনটিকে বিশেষভাবে পালন করেন বৈষ্ণব সম্প্রদায়ের মানুষজন।
গোপাষ্টমীর তারিখ
এ বছর ৩০ অক্টোবর পড়েছে গোপাষ্টমী। তবে অনেকে ২৯ অক্টোবর অর্থাৎ আজও এই বিশেষ তিথি পালন করে পুজোআচ্চা করছেন।
গোপাষ্টমী কীভাবে পালন করা হয়
গোপাষ্টমীর দিন সকালে চলে যান যে কোনও গো-শালায়।
গোমাতার কপালে চন্দন দিয়ে (যদি সম্ভব হয়), তারপর ফুল দিয়ে পুজো করুন।
গরুকে খাওয়ান।
এরপর গরুর সামনে বসে ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্রের জপ করুন।
পুজো সম্পন্ন হলে মানুষকে প্রসাদ হিসেবে মিষ্টি খাওয়ান।
গোপাষ্টমীর সঙ্গে জড়িত বেশ কয়েকটি কাহিনী
কথিত আছে, এই গোপাষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের বয়স হয় ৭ বছর হয়, সেই সময় নন্দলাল (পালক-পিতা) পুত্রকে গরু চরানোর দায়িত্ব দেন। পিতার দেওয়া দায়িত্ব পালনে ছোট্ট গোপাল বৃন্দাবনে যান অন্য বালকদের সঙ্গে। এরপর মোহন বাঁশি বাজান ছোট্ট কৃষ্ণ। যে বাঁশির সুরে শ্রীকৃষ্ণের পিছু নেয় সেখানকার গরুরা। শ্রীকৃষ্ণের সঙ্গে এই দিনটিকে সংযুক্ত করেই গোপাষ্টমী পালন করা হয়। যেদিন পুজো করা হয় গরুর।