Ganesha Idols (Photo Credit: X)

রাত পোহালেই গণেশ চতুর্থী (Ganesh Chaturthi) । দেশজুড়ে তাই উৎসবের মেজাজ। রাত পোহালেই ঘরে ঘরে পূজিত হবেন সিদ্ধিদাতা গণেশ (Lord Ganesha)। তবে জানেন কি বাড়িতে বা মন্দিরে (Temple) গণপতির পুজো করার সময় বেশকিছু নিয়ম মানা জরুরি? এই বিশেষ নিয়মগুলি মানলে তবেই সুখ-শান্তি সাফল্যে জীবন ভরিয়ে দেন গণেশ। কী সেই নিয়ম? আসুন জেনে নেওয়া যাক।

গণেশ পুজোতে মোদক, লাড্ডু কিংবা নৈবেদ্য দিতেই হবে। এই ভোগ না দিলে গণেশ পুজো সম্পন্ন হয় না।এদিন গণপতিকে দূর্বার মালা দিন। এছাড়া গণেশকে চতুর্থীতে পান ও সুপারি দেওয়া হয়।কাঠের চৌকিতে লাল কাপড় বিছিয়ে গণেশ মূর্তি স্থাপন করুন। অবশ্যই উত্তর, পূর্ব বা উত্তর-পূর্ব দিক করে মূর্তি বসান। মূর্তির কোনও একদিকে সুপারি রাখুন। এক্ষেত্রে সুপারি ঋদ্ধি-সিদ্ধির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া গণেশের সামনে ধূপধুনো জ্বালুন। পঞ্চামৃত অর্পণ করুন। সবশেষে মূর্তির সামনে বসে গণেশ মন্ত্র পাঠ করুন।