রাত পেরোলেই পবিত্র ঈদ উল আজহা। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে ঈদ উল ফিতর ও ঈদ উল আয্হা- এ দু’টি ঈদই আনন্দের দিন। “কুরবাণীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আয্হা পালিত হবে গোটা বিশ্বে। এই ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে। এই উৎসব শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে।

লেটেস্টলি বাংলার তরফ থেকে আজ রইল ঈদের শুভেচ্ছা বার্তা-