ইসলাম ধর্মে ‘ইদ-মিলাদ-উন-নবী’ (Eid Milad Un Nabi) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ইদ-মিলাদ-উন-নবী উৎসবটি বাংলায় নবী দিবস (Nabi Dibas) নামে পরিচিত। ইসলাম ধর্মের প্রবর্তক মহম্মদের (Prophet Muhammad) জন্মদিনটি স্মরণ করে প্রতি বছর ইদ-মিলাদ-উন-নবী পালিত হয়। ইসলামি ক্যালেন্ডার অনুসারে রবিউল-আওয়াল মাসের ১২ তারিখ হজরত মহম্মদ জন্মগ্রহণ করেছিলেন। নবী দিবস উপলক্ষে আপনার আপনজনকে পাঠান লেটেস্টলি বাংলার শুভেচ্ছা বার্তা।