Durga Puja (Photo Credit: ANI/X)

মাঝে মাত্র আর কয়েকদিন। তার পরই দুর্গাপুজো। ঢাকে কাঠি পড়ল বলে। স্বাভাবিক ভাবেই এখন পুজোর তোরজোড় চরমে।দুর্গা পূজার আগে প্রতি বছরই বাঙালির একটা প্রশ্ন থাকে। এবছর মা আসছেন কোন বাহনে? যাচ্ছেনই বা কোন বাহনে চেপে। দেবী দুর্গার আগমন ও গমন কোন বাহনে হচ্ছে, পঞ্জিকা মতে তার উপরে অনেকটাই নির্ভর করে কেমন কাটবে আগামীর দিনগুলি।

এবার কোন বাহনে আসছেন দেবী দূর্গা–

পঞ্জিকা বলছে, মা দুর্গা কী ভাবে আসবেন তা ইঙ্গিত দেয় আগামী দিনগুলি শস্যশ্যামলা থাকবে নাকি জরা সমস্যা এগুলি লেগেই থাকবে।এই বছর, ২০২৫ সালের দুর্গাপূজায়, দেবী দুর্গা গজে বা হাতিতে আগমন করবেন এবং দোলায় গমন করবেন। গজে দেবীর আগমন শান্তি, সমৃদ্ধি ও শস্য শ্যামলার প্রতীক, অন্যদিকে দোলায় গমন বা প্রস্থান মহামারী বা মড়কের আশঙ্কা নির্দেশ করে।

দেবীর আগমন ও গমন কীসে হবে তা নাকি অনেকটাই নির্ভর করে বারের উপর। সপ্তাহের কোন দিন, দেবী আসছেন আর কবে বিজয়া , সেটাই নির্ধারণ করে, দেবীর আগমন-গমন হবে কীসে চড়ে। সপ্তমী বা দশমী কী বারে পড়ছে তার ওপর নির্ধারিত হয় দেবীর সে বছর কীসে আসবেন ও কীসে যাবেন। আবার তাঁর নির্ধারিত যানের ওপর নির্ভর করে সে সময় প্রকৃতি কেমন থাকবে।

দেবীর আগমন 'গজে'-

“রবৌ চন্দ্রে গজারূঢ়া, ঘোটকে শনি ভৌময়োঃ, গুরৌ শুক্রে চ দোলায়াং নৌকায়াং বুধবাসরে।” অর্থাৎ সপ্তমী বা দশমী যদি রবিবার এবং সোমবার হয়, তাহলে দুর্গার আগমন ও গমন হবে গজে অর্থাৎ হাতিতে। এর ফল- “গজে চ জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা”।

দেবীর গমন দোলায়-

সপ্তমী বা দশমী যদি বৃহস্পতি ও শুক্রবারে হয় তাহলে দেবীর আগমন ও গমন হবে দোলায়। এর ফল- “দোলায়াং মরকং ভবেৎ”। দোলায় আগমন ও গমন সবচেয়ে অশুভ। দোলা পৃথিবীকে দুলিয়ে দিয়ে যায়.