Durga Puja 2024: আজ তৃতীয়া। কলকাতার অনেক মণ্ডপেই ঠাকুর চলে এসেছে। উদ্বোধনও হয়ে গিয়েছে বেশ কয়েকটি বড় পুজোর। আজ, শনিবার শহরের বেশ কয়েকটি পুজোর উদ্বোধন। কাল, শুক্রবার সন্ধ্যা থেকে তুমুল বৃষ্টির কারণে অনেকেই ঘর থেকে বের হতে পারেননি। ফলে সেভাবে ভিড় দেখা যায়নি। তবে মহালয়ার দিন বেশ কিছু মণ্ডপের সামনে ভিড় ভালই ছিল।
এখনও শহরে র আকাশে মেঘ করে আছে। বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। তবে শেষ অবধি বৃষ্টি না এলে মানুষ যে মণ্ডপের সামনে ভিড় জমাবেন তা শহরের দুপুরের বাজারে কেনাকেটার হুড়োহুড়িতে বোঝা যাচ্ছে।
দেখুন বাদামতলা আষাঢ় সংঘের পুজো
Modern , classic - Badamtala Ashar Sangha
Durga Puja 2024 pic.twitter.com/THAtyic5El
— EAST BENGAL News Analysis (@QEBNA) October 5, 2024
উত্তর কলকাতার হাতিবাগান থেকে চেতলার অগ্রনী সংঘ, বালিগঞ্জের একডালিয়া এভারগ্রিন। বেহালার নূতন দল থেকে দমদমের তরুণ দল। টালার প্রত্যয় থেকে টালিগঞ্জ সার্বজনীন, লেকটাউনের শ্রীভূমি। সন্তোষ মিত্র স্কোয়ার থেকে কলেজ স্কোয়ার। আগামী কয়েকটি দিন জমিয়ে ঠাকুর দেখার পালা।
দেখুন কলকাতার বেশ কয়েকটি বড় পুজোর ভিডিয়ো
#Kolkata is a world-renowned city for its rich heritage in arts and literature. This year's #DurgaPuja2024 pandals and idols reflect the city's deep connection to Bengali culture and artistry.#DurgaPuja#ChetlaAgrani #sstvi#earthquake #SuruchiSangha pic.twitter.com/eIMTzQZqYO
— know the Unknown (@imurpartha) October 4, 2024
আজ তৃতীয়া। কলকাতার অনেক মণ্ডপেই ঠাকুর চলে এসেছে। উদ্বোধনও হয়ে গিয়েছে বেশ কয়েকটি বড় পুজোর। আজ, শনিবার শহরের বেশ কয়েকটি পুজোর উদ্বোধন। কাল, শুক্রবার সন্ধ্যা থেকে তুমুল বৃষ্টির কারণে অনেকেই ঘর থেকে বের হতে পারেননি। ফলে সেভাবে ভিড় দেখা যায়নি। তবে মহালয়ার দিন বেশ কিছু মণ্ডপের সামনে ভিড় ভালই ছিল। এখনও শহরে মেঘ করে আছে। বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। তবে শেষ অবধি বৃষ্টি না এলে মানুষ যে মণ্ডপের সামনে ভিড় জমাবেন তা শহরের দুপুরের বাজারে কেনাকেটার হুড়োহুড়িতে বোঝা যাচ্ছে।
দেখুন টানা রিক্সার থিমে হিন্দুস্থান ক্লাবের পুজো
Kolkata, the only city in India which still has hand pulled rickshaws as part of city's heritage.
Hindustan club Durga pujo committe in South Kolkata has given an ode to these hand pulled rickshaws through their pandal.
A must watch in this pujo season. pic.twitter.com/SUhPyGbZHB
— Sourav || সৌরভ (@Sourav_3294) October 5, 2024
উত্তর কলকাতার হাতিবাগান থেকে চেতলার অগ্রনী সংঘ, বালিগঞ্জের একডালিয়া এভারগ্রিন। বেহালার নূতন দল থেকে দমদমের তরুণ দল। টালার প্রত্যয় থেকে টালিগঞ্জ সার্বজনীন, লেকটাউনের শ্রীভূমি। সন্তোষ মিত্র স্কোয়ার থেকে কলেজ স্কোয়ার। আগামী কয়েকটি দিন জমিয়ে ঠাকুর দেখার পালা।