কথায় আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বন। এই পার্বনের সব থেকে গুরুত্বপূর্ণ উৎসব হল দুর্গোৎসব। আর দুর্গাপুজোর পর বাঙালির আরও এক গুরুত্বপূর্ণ উৎস হল কালীপুজো। এই আলোর উৎসবে মেতে ওঠেন ছোট থেকে বড় সকলে। তিথি অনুসারে এবছর কালী পুজো অনুষ্ঠিত হবে আজ (৩১ অক্টোবর, ২০২৪)। ৩১ অক্টোবর ৩:৫২ মিনিটে অমাবস্যা তিথি শুরু হবে। পরের দিন অর্থাৎ ১ নভেম্বর ১২:৪৮ মিনিটে অমাবস্যা ছাড়বে। কালীপুজো মধ্যরাত্রি পর্যন্ত চলে, শুরুও হয় রাতেই, তাই ৩১ অক্টোবর পুজো হবে।
দিনের শুরুতে সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ফেলুন। রইল লেটেস্টলি বাংলার শুভেচ্ছা বার্তা-