ছটপুজো উত্তর ভারতের অন্যতম পবিত্র উৎসব, সূর্যদেব (Lord Surya) ও তাঁর বোন ছটি মাইয়া (Usha Devi)-র উদ্দেশ্যে এই উৎসবে উৎসর্গ করা হয়। এই পূজা মূলত বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও নেপালে বিশেষভাবে পালিত হয়।কার্তিক মাসের শুক্ল পক্ষের পঞ্চমী ও ষষ্ঠী তিথিতে ভক্তরা সূর্যোদয় ও সূর্যাস্তের সময় জলে দাঁড়িয়ে সূর্যদেবকে প্রণাম জানান এবং পরিবারের সুখ, সমৃদ্ধি ও স্বাস্থ্য কামনা করেন।

ঊষা অর্ঘ্যের আগেই আজ সকালেই আপনার আত্মীয় পরিজনকে পাঠিয়ে রাখুন ছট পুজোর শুভেচ্ছা বার্তা-