কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠ দিনে ছটপুজো করা হয়।প্রত্যেক বছরের মতো এবারও দেশ জুড়ে পালিত হচ্ছে সেই ছট পুজো (Chhath Puja 2024)। আজ (৭ নভেম্বর) সকালে সূর্যোদয়ের সময় গোটা দেশ জুড়ে ছট পুজো পালনের প্রস্তুতি শুরু হয়েছে।পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ এবং নেপালের তরাই অঞ্চলে ধুমধাম করে পালিত হয় ছটপুজো। ছট উৎসবে কোনও মূর্তির পুজো করা হয় না। সূর্য দেবতার (Sun) পুজো করা হয় এদিন। ভিন্ন ধর্মের হলেও এখন অবাঙালি সম্প্রদায়ের (Non-Bengali) এই উৎসব স্থান করে নিয়েছে বাঙালির পার্বণের তালিকায়। কোমর-জলে দাঁড়িয়ে এদিন সূর্যের পুজো করেন বাড়ির মহিলারা।
এই উৎসবের সকালে আপনাদের পরিবার ও বন্ধুদের জন্য রইল ছট পুজোর শুভেচ্ছা বার্তা।