Chhath Puja 2024: ছট পুজোর তিথি থেকে সন্ধ্যা অর্ঘ্যের তিথি পর্যন্ত জেনে নিন বিস্তারিত...
ছট উৎসব নয় মহা উৎসব, বিহার থেকে শুরু হওয়া এই মহা উৎসব বর্তমানে পালন করা হয় গোটা বিশ্বে। দীপাবলির পর শুরু হয় ছট। চার দিন ধরে হয় ছট মহাপর্ব। এই চার দিনের মধ্যে প্রথম দিন স্নান করা হয়, ছটের দ্বিতীয় দিনকে বলা হয় খরনা, ছটের তৃতীয় দিনে সন্ধ্যা অর্ঘ্য হয় এবং ছটের শেষ ও চতুর্থ দিন ঊষা অর্ঘ্য। ২০২৪ সালে ছট পুজোর প্রথম দিন স্নান হবে ৫ নভেম্বর, মঙ্গলবার। ছটের দ্বিতীয় দিন তথা খরনা পালিত হবে ৬ নভেম্বর, বুধবার। ছটের তৃতীয় দিনের সন্ধ্যা অর্ঘ্য হবে ৭ নভেম্বর, বৃহস্পতিবার। ছটের শেষ ও চতুর্থ দিন ঊষা অর্ঘ্য হবে ৮ নভেম্বর, শুক্রবার।
২০২৪ সালের ছট মহাপর্বের সূচনা হচ্ছে ৫ নভেম্বর, মঙ্গলবার। এই দিনে ছট উদযাপনকারীরা স্নান করে এবং ঈশ্বরের পুজো করে। এরপর থেকে রসুন ও পেঁয়াজ ছাড়া রান্না করে খাবার খাওয়া শুরু হয়। ছটের দ্বিতীয় দিনে ঘি ও ছোলার ডাল দিয়ে খাবার তৈরি করা হয়। খরনার দিনে উদযাপনকারীরা নির্জলা উপবাস করে সন্ধ্যায় গুড়ের ক্ষীর রান্না করে ভগবানকে নিবেদন করার পর রুটিতে ছড়িয়ে প্রসাদ হিসেবে সকলের মধ্যে বিতরণ করা হয়।
ছট মহাপর্বের তৃতীয় দিনটি খুবই গুরুত্বপূর্ণ, এই দিনে সন্ধ্যা অর্ঘ্য করা হয়। উপবাসকারীরা সূর্যাস্তের সময় জলের ধারের কাছে যেকোনও জায়গায় অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করে এই দিনে। ছট মহাপর্বের চতুর্থ ও শেষ দিনটিকে বলা হয় ঊষা অর্ঘ্য। উপবাসকারীরা উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করে উপবাস ভঙ্গ করে এই দিনে। এরপরে ছটের বিশেষ প্রসাদ ঠেকুয়া সমস্ত মানুষের মধ্যে বিতরণ করা হয়।