আজ মহা সপ্তমী(Maha Saptami)। আর সপ্তমী পুজো শেষ হলেই পড়ে যাবে অষ্টমী(Maha Ashtami)। বাঙালির (Bengali) কাছে অষ্টমী মানেই অঞ্জলী। নতুন বস্ত্র পরে সকাল সকাল মায়ের কাছে অঞ্জলি। আর এই দিনেই হয় সন্ধিপুজো। তাই অষ্টমীর দিনটি দুর্গাপুজোর অন্যতম প্রধান দিন। জানেন কি এবার অঞ্জলির সময় কখন? রইল বিস্তারিত।
বেণীমাধব শীলের পঞ্জিকা অনুসারেঃ
মহাষ্টমী কবে?
মহাষ্টমী মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর। বাংলায় ১৩ আশ্বিন।
মহাষ্টমী নির্ঘণ্টঃ
অষ্টমী তিথি শুরু ১২ আশ্বিন, ইং ২৯ সেপ্টেম্বর (সোমবার) সময় - বেলা ১২.২৭।
অষ্টমী তিথি শেষঃ
১৩ আশ্বিন, ইং ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১.৪৫ পর্যন্ত।
সন্ধিপুজোর সময় কখন?
অষ্টমীতে সন্ধিপুজোর সময় বেলা ১.২১ থেকে দুপুর ২.৯ এর মধ্যে।
বলিদানের সময় বেলা ১.৪৫ মিনিটে।