আজ ভাইফোঁটা,  শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে গোটা দেশের পাশপাশি ভাতৃদ্বিতীয়া পালিত হয়। এ বছর শুক্লা দ্বিতীয়া তিথি শুরু হয়েছে ২২ অক্টোবর, রাত্রি ৮টা ১৬ মিনিটে। শেষ হবে আজ (২৩ অক্টোবর রাত ১০টা ৪৬ মিনিটে)। ভাইফোঁটার সঙ্গে জুড়ে রয়েছে যম-যমুনার গল্প। রয়েছে লক্ষ্মী-নারায়ণের আখ্যানও। ভাইফোঁটার দিন বোনেরা তাদের ভাই -দাদাদের কপালে চন্দন-কাজল- দইয়ের ফোঁটা পরিয়ে মন্ত্রোচ্চারণ করে, তাদের মঙ্গল কামনা করেন। এই ভ্রাতৃদ্বিতীয়ার শুভ দিনে সকলকে শুভেচ্ছা পাঠান। আপনিও সকাল সকাল পাঠিয়ে দিন শুভেচ্ছা বার্তা-

Bhaifota Bengali Wishes