Bhai Dooj 2025: কালী পুজো (Kali Puja 2025) সবে শেষ হয়েছে। তবে বাঙালির দীপাবলি এখনও অক্ষত। আলোর উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। কালী পুজো শেষের আগেই শুরু হয় ভাই ফোঁটা। তাই বাংলা জুড়ে দীপাবলির উৎসবের মাঝেই ভাই ফোঁটা নিয়ে মেতে উঠেছে মানুষ। ভাইকে কী খাওয়াবেন, কী উপহার দেবেন, তা নিয়ে চিন্তিত দিদি এবং বোনেরা। অন্যদিকে দিদি বা বোনের হাত থেকে ফোঁটা নেওয়ার আগে ভাইয়েরাও চরম প্রস্তুতি নিয়ে ফেলছেন। মাছ, মাংস না মিষ্টি, কোনটা বোনদের পছন্দ, তা নিয়ে অস্থির ভাইরা।
তাই ভাই ফোঁটার (Bhai Dooj 2025) এই পূণ্য লগ্নে একে অপরকে জানান প্রাণ ভরা ভালবাসা। আশীর্বাদ করুন ছোটদের প্রাণ ভরে।
ভাই ফোঁটার শুভেচ্ছা...
ভাই ফোঁটায় ভালবাসা জানান প্রত্যেককে...
ভাই ফোঁটার আনন্দে মেতে উঠুন প্রত্যেকে...
ভাই ফোঁটায় আরও বেঁধে বেঁধে থাকুন ভাই, বোনরা...
ভাই ফোঁটার আনন্দে প্রাণ ভরে আশীর্বাদ জানান প্রত্য়েককে...
ভাই ফোঁটায় আরও মজবুদ হোক ভাই, বোনের সম্পর্কের বন্ধন...
