Barasat Kalipuja Spcl Website (Photo Credit: X@BarasatPolice)

বারাসতে কালিপুজোয় গতবছরের মতই ট্রাফিক ব্যাবস্থা থাকছে।তবে অবস্থা বুঝে কিছুটা রিলাক্সেশন দেওয়া হবে বলে সাংবাদিক সম্মেলন করে জানালেন বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতিক্ষা ঝারখারিয়া। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস,এসডিপিও বারাসাত বিদ্যাগর অজিঙ্কা অনান্ত।

এবছর কালিপুজো উপলক্ষে থাকছে ওয়েবসাইট, (kalipujabarasat.in) এই ওয়েবসাইটে ঢুকলেই কোথায় পার্কিং জোন,কোন রাস্তা নো এন্ট্রি, কোন পুজো মন্ডপে কত ভির রয়েছে,কোন পুজো কিভাবে সহজে যেতে পারবেন,সমস্যায় পড়লে পুলিশের সাথে যোগাযোগ থেকে যাবতীয় তথ্য এই সাইট থেকে দেখে নিতে পারবে দর্শনার্থীরা। বারাসত মধ্যমগ্রাম জুড়ে মোট ১০ ডিসপ্লে থাকছে রাস্তার উপরে।বারাসত স্টেশন থেকে,ডাকবাংলো মোর,কলোনিমোর,হেলাবটতলা,বারাসাত চাঁপাডালি মোর,মধ্যমগ্রাম চৌমাথা সহ ১০ টি জায়গায় এই ডিসপ্লে থাকছে।শতাধিক সিসিটিভি দিয়ে মোড়া থাকছে গোটা শহর।দুপুর ৪ টে থেকে ভোর ৪ টে পর্যন্ত আগের মতই ট্রাফিকে বিধিনিষেধ থাকছে।প্রয়োজনে ছাড় থাকবে অবস্থা বুঝে।১৯ থেকে ২৩ তারিখ পর্যন্ত এই নিয়ম বর্ধিত থাকছে।পার্কিং জোন করা হচ্ছে,সেখানে শুধুমাত্র ২ চাকা এলাও হচ্ছে।যেসব রাস্তায় নো এন্ট্রি থাকছে এই কয়েকটাদিন,সেই এলাকার মানুষ বাড়ি ফেরার সময় পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখাতে হবে,তবে পুলিশ সেই ব্যাক্তিকে ছাড়া হবে।

 

গোটা শহর জুড়ে দুপুর ৩ থেকে ভোর ৫ টা পর্যন্ত পুলিশ থাকছে নজরদারি চালাতে।পাশাপাশি যেসব পুজো উদ্যোক্তাদের বলার পরও জাতীয় সড়কে গেট তৈরি করেছে,তাদের ওই গেট নিয়ে কোন সমস্যা হলে তার সম্পুর্ন দায়িত্ব তাদের নিতে হবে এবং পুলিশ আইনানুগ ব্যাবস্থা নিতে বাধ্য হবে।