পিতৃপক্ষের অবসানের পর দেবীপক্ষের সূচনাতেই শুরু হয়ে গিয়েছে পুজোর আমেজ। আর এই পুজোর আবহতেই আগামী শুক্রবার, ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, এবারের সফরে অন্তত তিনটি দুর্গা পুজো মণ্ডপ উদ্বোধন করবেন তিনি। যার মধ্যে একটি উত্তর কলকাতায়, একটি দক্ষিণ কলকাতায় এবং একটি বিধাননগরের ‘পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রে’ (EZCC) তে।
‘পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চ’-এর আয়োজনে ইজ়েডসিসি-তে রাজ্য বিজেপির উদ্যোগে আয়োজিত দুর্গাপুজোর উদ্বোধন করার কথা অমিত শাহর। ২০২০ সালে প্রথম এই পুজোর সূচনা হয় আর ২০২১ সালে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি থেকে এই পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন। এরপর ২০২৩ সালে শাহ নিজে কলকাতায় এসে উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়্যারের (লেবুতলা পার্ক) পুজোর উদ্বোধন করেছিলেন, যার উদ্যোক্তা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। এবার সেই পুজোর থিম- অপারেশন সিন্দুর, তবে শাহ কলকাতায় আসার আগেই দর্শনার্থীদের জন্য মণ্ডপ খুলে দেওয়া হলেও, প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হবে শুক্রবার শাহর হাতেই।
#DurgaPuja Pandal based on "Operation Sindoor" theme inspired by Desh Bhakti (Patriotism)! See KOLKATA Puja Pandal of Santosh Mitra Square to be inaugurated by Home Minister Amit Shah on the 26th Sept-25 in #Kolkata! #KolkataDurgaPujaPandal #DurgaPuja25 #Bisarga pic.twitter.com/4KyjhBzqN9
— Bisarga :: BharatSolarEnergy.com (@BisargaOnline) September 22, 2025
তবে বিজেপি সূত্রে ইঙ্গিত ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এবার দক্ষিণ কলকাতার একটি দুর্গাপুজো উদ্বোধনে অংশ নেবেন শাহ। যদিও পুজো কমিটির নাম এখনও প্রকাশ করা হয়নি। তবে জোর জল্পনা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুর লাগোয়া এলাকার একটি পুজোতে যেতে পারেন তিনি।