অভিনেত্রী মোনালিসা, যিনি বাংলার দর্শকের কাছে ‘ঝুমা বৌদি’ (Jhuma Boudi) নামেই বেশি পরিচিত, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়  হট ও গ্ল্যামারাস ছবি পোস্ট করে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। সুইমিং পুলের ধারে কালারফুল ফ্লোরাল বিকিনি ও স্কার্টে ধরা দিয়েছেন তিনি। মাথায় বড় স্ট্র হ্যাট, খোলা চুল আর হালকা মেকআপ। তাঁর পরিপূর্ণ ক্লিভেজ, খোলা পিঠ, উন্মুক্ত নাভি ও নিতম্ব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। যা অনুরাগীদের হৃদয় কাঁপিয়ে দিয়েছে।

তাঁর আসল নাম ছিল অন্তরা বিশ্বাস। বিহারে জন্ম হলেও পরবর্তীতে বাংলা, ভোজপুরি ও হিন্দি বিনোদন জগতে নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছেন মোনালিসা নামে। ভোজপুরি ইন্ডাস্ট্রিতে বহু সফল ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন তিনি। কিন্তু বাংলা ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’–তে ‘ঝুমা বৌদি’ চরিত্রে তাঁর উপস্থিতি তাঁকে নতুন পরিচয়ে পরিচিত করে তোলে।

এই নতুন ছবিগুলি পোস্ট করেই মোনালিসা একদিকে যেমন নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছেন, তেমনি অনেকে তাঁর সাহসী লুক ও আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ইতিমধ্যেই হাজার হাজার লাইক ও কমেন্ট পেয়েছে।