নতুন দিল্লি, ২৫ ফেব্রুয়ারি: বাবা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারত সফরে এসেছেন ইভানকা ট্রাম্প (Ivanka Trump)। আজ সকালে তিনি রাষ্ট্রপতি ভবনে গেছিলেন ট্রাম্পের গার্ড অফ অনারের সাক্ষী থাকতে। তাঁর পরনে ছিল সাদা শেরওয়ানি (sherwani)। আর তা তৈরি হয়েছে আমাদের রাজ্যের মুর্শিদাবাদ সিল্কে (Murshidabad silk)। ইভানকার এই পোশাকের ডিজাইন করেছেন ফ্যাশন ডিজাইনার অনিতা দংরে (Anita Dongre)। হাতে তৈরি মুর্শিদাবাদ সিল্কের সাদা টেইলার্ড ফুল-হাতা শেরওয়ানিতে দারুন লাগছিল ট্রাম্প কন্যাকে। সঙ্গে ছিল একই রঙের স্ট্রেট ফিট প্যান্ট। পোশাকের সঙ্গে জুতসই জুতোও পরেছিলেন। ৩৮ বছর বয়সী ইভানকার দিকে থেকে ক্যামেরা সরাতে পারছিলেন না রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হওয়া অন্যরা।
গতকাল আমেদাবাদ বিমানবন্দরে নামার পরও ইভানকার দিক থেকে চোখ ফেরানো যাচ্চিল না। সাদার উপরে লাল রঙের ফ্লোরাল প্রিন্ট, কানে পান্না আর মুক্তোর মানানসই দুল। চোখে কাজল আর ঠোঁটে হালকা ব্রাউন লিপস্টিক আর ন্যুড মেকআপ। সোমবার সকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং স্বামী জ্যারেড কুশনারের সঙ্গে আমেদাবাদ সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলেন ইভাঙ্কা ট্রাম্প। আরও পড়ুন: Donald Trump India Visit: 'অ্যামেরিকার জনগণ সার্বভৌম এবং অপূর্ব ভারতের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে', মহাত্মা গান্ধিকে শ্রদ্ধা জানানোর পর রাজঘাট লিখলেন ডোনাল্ড ট্রাম্প
ইভানকার পোশাকের বিষয়ে কথা বলতে গিয়ে ডিজাইনার অনিতা দংরে বলেন, "ইভানকা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে হাতে বোনা সিল্কের তৈরি শেরওয়ানি পরেছিলেন। এটা দারুন এবং ক্লাসিক।" স্টাইলটির তাৎপর্য সম্পর্কে তিনি বলেন, "আমরা এই স্টাইলটি ২০ বছর আগে তৈরি করেছি এবং এটি আজও কতটা সুন্দর ও প্রাসঙ্গিক তা দেখে অবাক হচ্ছি। এই শেরওয়ানি একেবারে যে কোনও রঙে একই ক্যারিশমা বহন করে। তবে আমার ব্যক্তিগত প্রিয়গুলি হল সবুজ নীল, সাদা এবং কালো।"
Ivanka Trump in Hyderabad House in an Anita Dongre Sherwani. Pix from Anita Dongre’s Instagram pic.twitter.com/atExCc7e2J
— Smita Prakash (@smitaprakash) February 25, 2020
এর আগে অনিতা দংরে ভারত সফরে আসা কেট মিডলটন, বেলজিয়ামের রানি ম্যাথিল্ড, কানাডার ফার্স্ট লেডি সোফি গ্রেগোয়ার ট্রুডো এবং অ্যামেরিকার প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামার পোশাক তৈরি করেছেন। ২০১৮ সালে হিলারি ক্লিন্টনও অনিতার তৈরি পোশাক পরেছিলেন