প্রতীকী ছবি(Photo Credit: unsplash.com)

করোনাকালে (COVI19) এবছরের দুর্গাপুজোয় (Durga Puja) বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা না থাকলেও টুকটাক তো বেরোবেনই। বাড়িতে বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা হোক কিংবা আত্মীয় স্বজনের বাড়িতে ঘোরাঘুরি তো চলবেই। তখন পুরোনো জামা পরে তো নিশ্চয় যাবেন না। তবে এবারে মাস্ট হ্যাভ মাস্ক। রং বেরঙের রকমারি মাস্ক এবার ফ্যাশনে ইন। আর জামাকাপড় পরলে বাছুন এগুলি-

আপনার ব্যক্তিত্বের সঙ্গে যায়, এমন পোশাক নির্বাচন করুন।

• পোশাকটি যেন আপনার মাপমতো এবং আরামদায়ক হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আপনার বয়স কম নাকি বেশি সেটি এখানে কোন গুরুত্বপূর্ণ বিষয় নয়।

• কেবলমাত্র ফ্যাশন করার জন্য কোন পোষাক পরবেন না, যে পোশাকটি আপনাকে মানায় সেই পোশাকই পরুন।

• শরীরের আকৃতি, গায়ের রঙ, চুলের রঙের দিকে খেয়াল রেখে পোশাক নির্বাচন করুন।

• যা আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানায় সেটিই আপনার জন্য উপযুক্ত পোশাক।

• কাপড় নির্বাচনের ক্ষেত্রে যদি সিদ্ধান্তহীনতায় ভোগেন তাহলে আপনার বন্ধু কিংবা আপনার ঘনিষ্ঠ কারো সাহায্য গ্রহণ করুন যারা আপনার চাইতে ভালো সিদ্ধান্ত নিতে পারে।

ছেলে হন কিংবা মেয়ে এবছর সুন্দর মাস্ক দিয়ে মুখ সাজিয়ে নিন। চুলের স্টাইল, পোশাক, জুতো, রোদচশমা ইত্যাদি সব ব্যাপারেই ছেলেরা এখন আগের চাইতে অনেক বেশি সচেতন। ছেলেদের ফ্যাশন ইণ্ডাস্ট্রিও এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ছেলে, মেয়ে নির্বিশেষে আপনার পছন্দ মতো পোশাক বাছুন। পুজোয় কম বেরিয়ে, মজা করুন।