শীতের আমেজ কেটে গিয়ে একটু একটু করে বসন্ত বাতাস বইতে শুরু করে দিয়েছে। বসন্ত বাতাস বইতে শুরু করলেই আমাদের মনটাও যেন কেমন রঙিন হয়ে ওঠে। এদিকে শুরু হয়ে গিয়েছে ভালোবাসার সপ্তাহ। স্নেহ আর ভালোবাসায় ভরপুর এই ভ্যালেন্টাইনস সপ্তাহ। আর ভ্যালেন্টাইন’স সপ্তাহের দ্বিতীয় দিন হলো 'প্রপোজ ডে' (Propose Day 2024)। দিনটি ভালোবাসার মানুষটিকে নিজের মনের কথা জানানোর উপযুক্ত একটি দিন।
'প্রপোজ ডে'-তে আপনার পছন্দের মানুষকে 'ভালোবাসি' কথাটি জানানোর অভিনব কিছু বার্তা রইল-
আপনার ভালবাসা প্রকাশ করার জন্য আপনি আপনার পছন্দের মানুষটিকে বিশেষ জায়গায় নিয়ে যেতে পারেন। রোমান্টিক পরিবেশ আপনার ভালোলাগার মানুষটিকে প্রভাবিত করবে, আপনার প্রেমের প্রস্তাবে রাজি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। আপনার ভালোবাসার মানুষটিকে ডিনারে নিয়ে যেতে পারেন। আজ আপনি আপনার সঙ্গীর সঙ্গে সুস্বাদু খাবার খেতে খেতে ভালো সময় কাটাতে পারেন। আপনি আপনার সঙ্গীর পছন্দের জায়গায় গিয়ে তাঁর পছন্দের খাবার খেতে পারেন অথবা ক্যান্ডেল লাইট ডিনারেও নিয়ে যেতে পারেন।