Rangoli Designs: হিন্দুধর্ম ও জ্যোতিষশাস্ত্রে জন্মাষ্টমীর (Janmashtami 2024) বিশেষ গুরুত্ব রয়েছে। কৃষ্ণ ভক্তরা প্রতিবছর আড়ম্বরের সঙ্গে এই বিশেষ দিনটি পালন করে থাকেন।চলতি বছর ২৬ অগস্ট কৃষ্ণ জন্মাষ্টমী পালন হবে। জন্মাষ্টমীর দিনে ভক্তরা গোপালকে খুব সুন্দর করে সাজান, পাশাপাশি বাড়িটি রঙ্গোলি দিয়ে আকর্ষণীয়ভাবে সাজানো হয়। এই জন্মাষ্টমীতে আপনার ঘর সাজানোর জন্য রইল সহজ এবং সুন্দর রঙ্গোলি ডিজাইনের আইডিয়া।
জন্মাষ্টমীতে আকর্ষণীয় রঙ্গোলি ডিজাইন
আকর্ষণীয় রঙ্গোলি ডিজাইন
রঙ্গোলি ডিজাইন
জন্মাষ্টমীতে আকর্ষণীয় রঙ্গোলি