Durga Puja 2023: আর একমাস পরই শুরু দুর্গা পুজো, দেবীর আগমন, গমন কিসে জানেন
Durga Puja (Photo Credit: Wikipedia)

আগামী ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে দুর্গা পুজো। আর হাতে গোনা একমাস। তারপরই শুরু হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। প্রত্যেক বছর দুর্গা পুজোর আগে জল্পনা শুরু হয়, দেবীর আগমন এবং গমন কীসে! এবারেও তার ব্যতিক্রম হয়নি। পঞ্জিকা মতে, এবারে দেবীর আগমন হচ্ছে ঘোটকে। তেমনি গমনও গমনও হচ্ছে ঘোটকে। দেবীর আগমন এবং গমন ঘোটকে হলে, সমাজে অস্থিরতা তৈরি হয়। আর্থ সামাজিক পরিস্থতিতে অস্থিরতা তৈরি হলে, তার প্রভাব নাগরিক সমাজের উপর পড়ে। এবার তাই দেবীর আগমন এবং গমন নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে।

প্রসঙ্গত ২০২২ সালে দুর্গার আগমন  হয় গজে। ওই সালে দেবীর গমন হয় নৌকায়।  গত বছর দেবীর আগমন, গমনে গজে এবং নৌকায় হলেও, এবার পুরো ভিন্ন ছবি। এ বছর দুর্গার আগমন এবং গমন দুটোই ঘোটকে।