কলকাতা, ১ অক্টোবর: দেবীপক্ষের আগেই উৎসবের সূচনা হয়ে গিয়েছে শহরে। এবার হাতিবাগান সর্বজনীনের (Hatibagan Sarbojanin) মণ্ডপ (Pandal) থেকে উৎসবের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। তবে দেবীপক্ষ যেহেতু শুরু হয়নি, সেহেতু প্রদীপ জ্বালান নি তিনি। দক্ষিণ কলকাতা (South Kolkata) জুড়ে ইতিমধ্যেই ১১ টি পুজোর উদ্বোধন করেছেন তিনি। মঙ্গলবার টুইট (Tweet) করে নিজেই মুখ্যমন্ত্রী সামনে আনলেন সেইসব আনন্দঘন মুহূর্তের ছবি। গত বছরও মহালয়ার আগেই পুজো উদ্বোধন শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
What a joy it was to inaugurate 11 pujos in south #Kolkata Delighted to share some vignettes of Durga pujo from last evening. Warmest greetings and best wishes to all my brothers and sisters. pic.twitter.com/3c3SkQU8xb
— Mamata Banerjee (@MamataOfficial) October 1, 2019
এবার আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব (Shreevumi Sporting Club) দিয়ে নয়, হাতিবাগান সর্বজনীনের মণ্ডপ থেকেই উৎসবের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গত সোমবার ঘুরেছেন দক্ষিণ কলকাতার বিভিন্ন মণ্ডপে। টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, "দক্ষিণ কলকাতায় ১১ টি পুজোর উদ্বোধন করতে পেরে ভীষণ আনন্দ পেয়েছি। গত সন্ধ্যা থেকে দুর্গাপুজোর কিছু ছবি ভাগ করে নিতে পেরে আনন্দ হচ্ছে। আমার সকল ভাই-বোনেদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তিনি আরও লিখেছেন, "আমাদের বৃহত্তম উৎসব দুর্গাপূজোর কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রতি বছরের মতো আমিও কয়েকটি দুর্গা পুজো প্যান্ডেল ঘুরে দেখলাম। আজকের উদ্বোধনের কিছু মুহুর্ত এখানে তুলে ধরতে পেরে ভাল লাগছে। সবাই উৎসব উদযাপন করতে প্রস্তুত দেখেও দারুণ ভাল লাগছে। সকলকে শুভেচ্ছা। " আরও পড়ুন- দুপুর দেড়টায় নর্থ ব্লকে মমতা ব্যানার্জি -অমিত শাহ সাক্ষাৎ! NRC থেকে রাজীব কুমার কি থাকবে আলোচনায় তা নিয়ে জল্পনা তুঙ্গে
উল্লেখ্য, পূজো আয়োজকদের (Puja Organizer) মধ্যে green norms-এর বিষয়ে সচেতনতা (Awarness) তৈরির জন্য 'পরিবেশ' (Poribesh) নামে একটি মোবাইল অ্যাপও (Mobile App) চালু করা হয়েছে। প্রতিমা বিসর্জনের সময় ডিস্ক জকি (ডিজে)(DJ)-এর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সঙ্গে রাত ১০ টা থেকে সকাল ৬ টার মধ্যে লাউডস্পিকার (Loud Speaker) ব্যবহার করা যাবে না জানিয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।