First Monday of Sawan Month (Photo Credit: X@ANI)

আজ, ১৪ জুলাই শ্রাবণ মাসের (Sawan Month) প্রথম সোমবার এদিন সকাল থেকেই দেশের নানা শিবমন্দিরে (Lord Shiva) ভক্তদের ঢল কথিত আছে এই শ্রাবণ মাসে শিব মর্ত্যে অবস্থান করেন তাই এইসময় শিবের পুজো করলে বিশেষ পুণ্য অর্জন করা সম্ভব আত্ম সংযম, সাত্বিক জীবনযাপন, আধ্যাত্মিক শুদ্ধির প্রতীক হিসেবে পরিচিত এই মাস শাস্ত্রমতে এই মাসে বেশকিছু নিয়মকানুন মেনে চলা উচিত কী সেগুলি? আসুন দেখে নেওয়া যাক

শ্রাবণ মাসে কী করবেন?

  • শ্রাবণ মাসে প্রতিদিন সকালে শিবপুজো দিয়ে দিন শুরু করুন শিবলিঙ্গের রুদ্রাভিষেক করতে হবে বেলপাতা, গঙ্গাজল, ঘি দিয়ে স্নান করান শিবলিঙ্গকে
  • ১০৮ বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন পারলে এই মাসে আমিষ খাবার ছেড়ে নিরামিষ খান ফলাহার করতে পারেন।
  • শ্রাবণ মাসে সবুজ বস্তু ব্যবহার করুন হাতে সবুজ চুরি পরতে পারেন
  • এই মাসে কাওড় যাত্রা করতে পারেন এছাড়া যাঁরা বাঁক কাঁধে নিয়ে যাত্রা করেন তাঁদের জল, খাবার দান করতে পারেন এতে পুণ্য অর্জন হয়
  • এই তিথিতে ব্রাহ্মণ বা অসহায়দের খাদ্য, বস্ত্র দান করলে পুণ্যলাভ হয়

শ্রাবণ মাসে কী করবেন না

  • এই মাসে আমিষ খাবার খাবেন না
  • রাগ করা, মিথ্যা কথা বলার অভ্যাস ত্যাগ করতে হবে
  • শিবপুজোয় লোহার বাসন ব্যবহার করবেন না তামা বা পিতলের বাসন ব্যবহার করুন
  • শিবকে কেতকী, চাঁপা ইত্যাদি ফুল নিবেদন নিষিদ্ধ
  • শ্রাবণ মাসে রাত্রিবেলা উপবাস ভঙ্গ না করাই ভাল সূর্যাস্তের আগে বা পরের দিন ব্রহ্ম মুহূর্তে ব্রত রাখুন
  • এই মাসে নখ, চুল ইত্যাদি কাটবেন না কাউকে কটূ কথা বলে মনে কষ্ট দেবেন না

এই মাসে কী করলে পুণ্যলাভ হবে? কী করা নিষেধ? জানুন সবটা