Miss India Worldwide 2024 Dhruvi Patel. (Photo Credits: x)

শুধু ভারত নয়, ভারতের বাইরেও বহু ভারতীয়, ভারতীয় বংশদ্ভূত বাস করেন। আর ভারতের বাইরে বসবাসকারী বাকি দুনিয়ার ভারতীয়দের মধ্যে সবচেয়ে সুন্দরীর খোঁজে এবারও আয়োজিত হয়েছিল 'মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড'। আর এবারের Miss India Worldwide 2024-এর আসরে সেরা সুন্দরীর শিরোপা পেলেন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত ধ্রুবী প্যাটেল (Dhruvi Patel )।

মার্কিন মুলুকের বাসিন্দা ধ্রুবী প্যাটেল কম্পিউটার ইনফরমেশন সিস্টেম নিয়ে পড়াশোনা করা ধ্রুবী নিউ জার্সির এডিসনে এই খেতাব জিতলেন। দুনিয়ার মধ্যে 'সেরা ভারত সুন্দরী' হওয়ার পর ধ্রুবী জানালেন, তিনি ভারতের হেরিটেজ, সংস্কৃতি ঐতিহ্যকে বিশ্বব্যাপী ছড়ানোর কাজ করতে চান। বলিউডে কাজ করা তাঁর স্বপ্ন। বঞ্চিত মানুষদের পাশে থাকার জন্য ইউনিসেফের দূত হতে চান। মাথায় সুন্দরীর মুকুট পরে এমন কথাই জানিয়েছে ধ্রুবী।

দেখুন ভারত সুন্দরীর মুকুট মাথায় ধ্রুবী প্যাটেল

দেখুন ধ্রুবী প্য়াটেলকে

এই সুন্দরী প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন সুরিনামের লিসা আবদোয়েলহাক। আর নেদারল্যান্ডসের মালবিকা শর্মা হয়েছেন তৃতীয়।