Leo Horoscope (Photo Credit: Wikipedia)

Leo Horoscope: আগামী ২৮ জুলাই পর্যন্ত সাবধান। বিশেষ করে সিংহ রাশির (Leo Horoscope) জাতক, জাতিকারা। আগামী ২৮ জুলাই পর্যন্ত সিংহের রাশি চক্র কিছুটা টালমাটাল থাকবে। ফলে সাবধানে থাকতে হবে এই রাশির জাতক, জাতিকাদের। ৭ জুন থেকে ২৮ জুলাই পর্যন্ত সিংহ রাশির জাতকদের সাবধানে থাকতে হবে। সিংহ রাশির জাতকদের যেমন রাস্তাঘাটে সাবধানে থাকতে হবে, তেমনি নিজেদের মেজাজ চড়ানো যাবে না সপ্তমে। মেজাজকে নিজের অধীনস্ত করে রাখতে হবে। অফিস থেকে পরিবার কিংবা বন্ধু, সবার সঙ্গে মাথা ঠাণ্ডা করে কথা বলতে হবে। ধৈর্য ধরতে হবে।

২৮ জুলাই পর্যন্ত মঙ্গলবার করে কোথাও না যাওয়াই ভাল সিংহ রাশির জাতকদের। ঢাইয়া শুরু হয়েছে, তাই প্রত্যেক সিংহ রাশি এখন সাবধানে থাকুন। সতর্ক থাকুন। ২৮ জুলাই পর্যন্ত সিংহ রাশির জাতক, জাতিকারা যাতে লাল রঙের জামা পরে ভ্রমণ না করেন, সেদিকেও খেয়াল রাখতে হবে।

আরও পড়ুন: Ajker Rashifal, 19 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

তবে ভয় পাওয়ার কিছু নেই। সাবধান, সতর্ক থাকলেই, শনির প্রভাব থেকে আপনি মুক্ত হতে পারেন। তাই আগামী ২৮ জুলাই পর্যন্ত প্রত্যেক সিংহ রাশির জাতক, জাতিকারা সাবধানে থাকুন।