Children's Day Wishes (File Image)

Children's Day 2024: আজ ১৪ নভেম্বর জাতীয় শিশু দিবস (Children's Day)। জাতিসংঘই প্রথম শিশু দিবস পালন করা শুরু করে।তবে জাতিসংঘের তারিখ অনুযায়ী ২০ নভেম্বর ‘বিশ্ব শিশু দিবস’ পালন করা হয়। ভারতে ১৪ নভেম্বর দেশজুড়ে পালিত হয় শিশু দিবস। এইদিনে জন্মেছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। শিশুদের প্রিয় মানুষ হিসেবে পরিচিত ছিলেন তিনি। তাঁকে সবাই 'চাচাজী' বলে সম্বোধন করতেন । শিশুদের জন্য নানা কাজ কর্মও করেছেন তিনি। তাঁকে শ্রদ্ধা জানাতেই দেশজুড়ে ১৪ নভেম্বর শিশুদিবস পালন করা হয়। বর্তমান সময়ে সবার হাতেই স্মার্ট ফোন তাই আপনার সন্তানের হোয়াটসঅ্যাপ থাকলে তাঁকে পাঠিয়ে দিন শিশু দিবসের শুভেচ্ছা বার্তা।

Children's Day Wishes (File Image)

 

Children's Day Wishes (File Image)

 

Children's Day Wishes (File Image)

 

Children's Day Wishes (File Image)