নয়াদিল্লি: আজ বিশ্ব বড়া পাও দিবস। প্রতি বছর ২৩ আগস্ট পালিত হয় বিশ্ব বড়া পাও দিবস (World Vada Pav Day)। মহারাষ্ট্রে এটি জনপ্রিয় স্ন্যাকসগুলির মধ্যে একটি। কলকাতায় যেমন রাস্তার ধারে ধারে ফুচকার স্টল, তেমনই মুম্বই নগরীর মোড়ে মোড়ে বড়া পাও-এর স্টল। বান পাউরুটির মাঝে আলুর বড়া সঙ্গে ঝাল ঝাল ধনেপাতার চাটনি! সকালের জলখাবার, দুপুর হোক বা বিকেলের, মুম্বইবাসীর কাছে বড়া পাও সবসময় খুব প্রিয় খাবার।
এখন অবশ্য কলকাতার অলিতে গলিতেও বড়া পাও পাওয়া যায়। বহু কলকাতাবাসী এই বড়া পাও খুব পছন্দ করেন। বর্তমানে বড়া পাও দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের একাধিক নামীদামি রেস্তোরাঁয় নিজের পাকাপোক্ত জায়গা করে নিয়েছে। ফুড ট্র্যাভেল গাইড টেস্ট আটলাসের বিশ্বের সেরা ১০০টি স্যান্ডউইচের তালিকায় ১৩ নম্বরে রয়েছে বড়া পাও-এর স্থান। আরও পড়ুন : IT Employees to Carry Heart Disease: হায়দরাবাদে হৃদরোগ, স্ট্রোকের ঝুঁকি নিয়ে থাকেন অধিকাংশ তথ্যপ্রযুক্তি কর্মী
এই জনপ্রিয় খাবারটির স্রষ্টা অশোক বৈদ্য নামে এক ব্যক্তি। তিনি দাদার ট্রেন স্টেশনের কাছে রাস্তার ধারে খাবার বিক্রি করতেন। ১৯৬০-৭০ সালে তাঁর মনে হয় শ্রমিকদের পেট ভরানোর জন্য এমন কিছু খাবার তৈরি করতে হবে যা খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলা যায় এবং খাবারটির দামও যেন খুব বেশি যেন না হয়। এই সব ভেবেই অশোক বানিয়ে ফেললেন বড়া পাও।
বর্তমানে রাজধানী শহরের প্রায় প্রতিটি বাজার, রাস্তা এবং ক্যাফেতে পাওয়া যায়। নেটিজেনরা আজকের এই দিনটিকে শুভেচ্ছা জানাচ্ছেন। বড়া পাও নিয়ে তাঁদের ভালবাসা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় মজার তথ্য, শুভেচ্ছা বার্তা এবং ছবি শেয়ার করেছেন। দেখে নেওয়া যাক।
দেখুন টুইট
It's time to celebrate World Vadapav Day on August 23! This delicious dish originates from the state of Maharashtra in India and is a popular street food all over the country. pic.twitter.com/Nba5SSe7N9
— Anil Vaidya (@vaidyanil) August 23, 2023
Today is #WorldVadaPavDay!
It can be fuel for a busy day, or a bit of a tasty detour.
It can catalyze romantic liaisons, or ideas that lead to big enterprises.
It can set the stage for nostalgia, or infuse flavor in the present moment.
Now if only more people were like Vada Pav. pic.twitter.com/bEceP5eYLW
— Vinay Kanchan (@vinaykanchan5) August 23, 2023