
৮ জুন বিশ্ব ব্রেইন টিউমার দিবস। এই দিনটির উদ্দেশ্য মস্তিষ্কের টিউমার সম্পর্কে মানুষকে সচেতন করা। এর পাশাপাশি আক্রান্তদের প্রতি সহানুভূতির বার্তা দেওয়া হয়। ২০০০ সালে জার্মানির ‘Deutsche Hirntumorhilfe’ নামক সংস্থা এই দিবসটি প্রবর্তন করে।বর্তমানে বিশ্বব্যাপী ১৪ টি দেশের প্রায় ৫০০ জনের বেশি প্রতিনিধি এই সংস্থার সদস্য রয়েছেন। মস্তিষ্কের জটিল ও বিপজ্জনক এই রোগ সম্পর্কে এই দিনটিতে বিশেষ কর্মসূচি নেওয়া হয়। বিশেষ আলোচনা করা হয় এবং সমাধানের পথে এগিয়ে যাওয়ার শপথ নেওয়া হয়।
ব্রেইন টিউমার একটি ভয়ানক শারীরিক ও মানসিক চ্যালেঞ্জ। রোগটি অনেক সময় নিজের অজান্তেই বাড়ে। প্রথমদিকে লক্ষণগুলি বোঝা যায় না। মাথাব্যথা, দৃষ্টিশক্তির সমস্যা, স্মৃতিভ্রষ্টতা বা ভারসাম্যহীনতা প্রধান লক্ষন। দ্রুত এই রোগ নির্ণয় করা এবং সঠিক চিকিৎসা গ্রহণই করাই জীবন রক্ষার চাবিকাঠি। ২০২৫ সালের প্রতিপাদ্য হলো “Empowering Lives Through Brain Tumour Awareness”—এই প্রতিপাদ্য আমাদের মনে করিয়ে দেয়, সচেতনতা ও সহানুভূতি দিয়েই আমরা রোগীর পাশে দাঁড়াতে পারি।
এই দিনে আমরা ধূসর রিবন পরা হয়। যা মস্তিষ্কের টিউমার আক্রান্তদের প্রতি সংহতির প্রতীক। সামাজিক মাধ্যমে বার্তা ছড়িয়ে দিতে হবে এই দিনটিতে সচেতনতামূলক কর্মসূচিতে। অনুদান দিয়ে গবেষণা ও চিকিৎসা উন্নয়নে সাহায্য করতে পারি।