Bhoot Chaturdashi: আজ ভূত চতুর্দশী। কালীপুজোর আগের দিনটিকে ভূত চতুর্দশী হিসেবে ধরা হয়। বিশ্বাস করা হয় এদিন অন্ধকারে মৃত পূর্বপুরুষের আত্মা তাঁদের প্রিয়জনকে দেখতে পৃথিবীতে নেমে আসেন। এই দিন চোদ্দ শাক খাওয়ার নিয়ম রয়েছে, এছাড়া এদিন সন্ধ্যাবেলা চোদ্দ প্রদীপ দেওয়ার নিয়ম প্রচলিত রয়েছে। এই চোদ্দ প্রদীপ আমাদের চোদ্দ পুরুষদের উদ্দেশ্যে দেওয়া হয়। ভূত চতুর্দশীতে ভয় না পেয়ে আপনার প্রিয়জনদের পাঠিয়ে দিন শুভেচ্ছা বার্তা।