Baba Vanga's Prediction: বাবা ভাঙার (Baba Vanga's Prediction) ভবিষ্যতবাণী কি আবার সত্যি হবে? যা নিয়ে ফের শোরগোল শুরু হয়েছে। বাবা ভাঙার ভবিষ্যতবাণী অনুযায়ী যেমন ৯/১১ এর হামলায় কেঁপে ওঠে আমেরিকা, তেমনি সম্প্রতি জাপান প্রত্যক্ষ করে সুনামি। রাশিয়ায় হয়ে যায় প্রবল ভূমিকম্প। ফলে বাবা ভাঙার ভবিষ্যতবাণী ফের ফলবে কি না, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে যায়। তবে বাবা ভাঙার ভবিষ্যতবাণী অনুযায়ী এবার কপাল খুলতে চলেছে বেশ কয়েকটি রাশির (Zodiac sign)।
বাবা ভাঙার বাণী অনুযায়ী, আগামী কয়েক মাসের মধ্যে কপাল খুলতে চলেছে কুম্ভ রাশি, মিথুন রাশি এবং বৃষ রাশির।
এসবের পাশাপাশি ভারতবর্ষেও প্রাকৃতিক দুর্যোগের যে ভবিষ্যতবাণী করেন, তা ফলপ্রসূ হতে শুরু করেছে। বিমাচল প্রদেশ থেকে উত্তরাখণ্ড কিংবা জম্মু কাশ্মীর বা পাঞ্জাব। একের পর এক রাজ্য় ভাসতে শুরু করেছে ভয়াবহ বন্যায়। ফলে বাবা ভারতকে নিয়ে বাবা ভাঙার ভবিষ্যতবাণী এক প্রকার ফলতে শুরু করেছে বছরের দ্বিতীয়ার্ধ থেকে।