খেতাব জয়ের মুহূর্তে। (Photo Credits: Twitter)

চলতি বছরের মিস ইউনিভার্স  (Miss Universe 2020) খেতাব জিতলেন মেক্সিকোর সুন্দরী আন্দ্রেয়া মেজা (Andrea Meza)। গতবার করোনা ভাইরাসের কারণে বাতিল হয়েছিল মিস ইউনিভার্সের আসর। কিন্তু এবার ফ্লোরিডার সেমিনোল হার্ড রক হোটেলে আয়োজিত হল মিস ইউনিভার্স ২০২০। ৬৯তম মিস ইউনিভার্সের খেতাবটি জিতলেন আন্দ্রেয়া মেজা। দুনিয়ার ৭৩ জন সুন্দরী-বুদ্ধিমানকে হারিয়ে সুন্দরীর মুকুট জিতলেন ২৬ বছরের এই মেক্সিকান। আন্দ্রে মেজা হলেন পেশায় সফটওয়ার ইঞ্জিনিয়ার। এই আসরে দ্বিতীয় হন ব্রাজিলের জুলিয়া লামা, তৃতীয় স্থান বা সেকেন্ড রানার আপ হন জেনিক মেকাটা। ভারতের প্রতিনিধি অ্যাডলিন কাস্তেলিনো হন চতুর্থ বা থার্ড রানার আপ। আরও পড়ুন: Amitabh Bachchan Gets Second Dose of COVID-19 Vaccine: করোনার দ্বিতীয় ডোজ নিয়ে খোশ মেজাজে বিগ বি অমিতাভ বচ্চন

আসুন জেনে নেওয়া যাক ৬৯তম মিস ইউনিভার্সে খেতাব জয়ী আন্দ্রেয়া মেজাকে নিয়ে কিছু তথ্য--

১) ১৯৯৪ সালে ১৩ অগাস্ট মেক্সিকোর চিহুাহুয়া শহরে জন্মান আন্দ্রেয়া ।

 

View this post on Instagram

 

A post shared by Andrea Meza (@andreamezamx)

২) সুন্দর মুখ ও চেহারার পাশাপাশি বিদ্যা-বুদ্ধিতেও অসমান্য। মেক্সিকোর এক বিশ্ববিদ্যালয় থেকে সফটওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার ডিগ্রি পাশ করেন।

 

View this post on Instagram

 

A post shared by Andrea Meza (@andreamezamx)

৩)২০১৭ সালে মিস মেক্সিকোর খেতাব জিতেছিলেন। বিশ্ব মঞ্চে পেয়েছিলেন তৃতীয় স্থান।

 

View this post on Instagram

 

A post shared by Andrea Meza (@andreamezamx)

৪) মেক্সিকো পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Andrea Meza (@andreamezamx)

৫) মিস ইউনিভার্সের আসরে তাঁকে প্রশ্ন করা হয় তুমি যদি দেশের নেতা হতে, তাহলে কী করে কোভিডের মত অতিমারি সামলাতে? আন্দ্রেয়া মেজা জবাবে বলেন, ''আমি মনে করি না এটা সামলানোর কোনও একেবারে সঠিক উপায় আছে। তবে আমি মনে করি বড় কিছু ঘটার আগে আমি লকডাউন জারি করতাম। আমরা অনেক প্রাণ হারিয়েছি। আর প্রাণ হারানো সহত্য করা যাবে না।"