AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 9 August, 2024: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষঃ সঙ্গীকে খুশি করতে চাইলেও, সে খুশি হবে না। আজকের দিনে মানসিক চাপ কমান। ফাঁকা সময়ে সবকিছুর থেকে দূরে গিয়ে ধর্মীয় কোন স্থানে বসতে পারেন। যোগ ব্যায়ামের মাধ্যমে শরীরকে সুস্থ রাখুন।

বৃষভঃ কর্মক্ষেত্রে সবকিছু আপনার পক্ষে থাকবে। আজকের দিনে সবকিছুই আপনার ইচ্ছানুসারে চলবে। কাজের ফাঁকে নিজের জন্য কিছুটা সময় বের করুন। কাছের বন্ধু এবং আত্মীয়রা আপনার জীবন খারাপ করতে পারে।

মিথুনঃ এই রশির ব্যক্তিরা আজকের দিনে বিবাহিত জীবনের সেরা দিন কাটাবেন। সঙ্গীর সঙ্গে সংসারের সমস্যা ভাগ করে নিন। কিছুটা সময় বের করে ভালো কাজ করুন। বাচ্চাদের সঙ্গে কিছুটা ভালো মুহুর্ত কাটান।

কর্কটঃ কর্মক্ষেত্রে সাফল্য পেতে নিজেকে আরও ভালো করে প্রস্তুত করুন। আজকের দিনে মানসিক উত্তেজনা এড়িয়ে চলুন। অযথা কোন ঝামেলায় জড়িয়ে পড়বেন না। খরচ না করে সঞ্চয় এবং তাড়াতাড়ি বাড়ি ফেরার পরিকল্পনা করুন।

সিংহঃ কর্মক্ষেত্রে সহকারীরা আজকে আপনাকে বুঝবে। আজকের দিনে খুশিতে ভরা একটি দিন কাটাতে পারবেন। সঙ্গীকে ভুল বোঝানোর কারণে, সারা দিনটা মনঃকষ্টে থাকবেন। ব্যয় এড়িয়ে সঞ্চয়ে মন দিন, অর্থ ভবিষ্যতে কাজে দেবে।

কন্যাঃ জিনিস গোছানোর জন্য কোন ফাঁকা সময় পাবেন না। আর্থিক খাতে বিনিয়োগের পূর্বে একবার ভালো করে ভেবে নেবেন। বাড়ি, অফিস সব জায়গায় আপনিই বস হবেন। সঙ্গী আপনার কাজে কিছুটা রেগে যেতে পারেন।

তুলাঃ সঙ্গীকে ভুল বোঝানোর কারণে, সারা দিনটা মনঃকষ্টে থাকবেন। ভেবে রাখা কাজ, ফাঁকা সময়ে শেষ করুন। খারাপ আচরণ, সঙ্গীর মন খারাপ করবে। জমি বা অন্য কোন খাতে অর্থ বিনিয়োগে ক্ষতির সম্ভাবনা।

বৃশ্চিকঃ সেমিনারে গিয়ে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। মানসিক চাপ থাকলেও শরীর সুস্থ থাকবে। সঙ্গী নিজের খুশি নিয়েই ব্যস্ত থাকবে, যা আপনার কষ্টের কারণ হবে। পরিচিত মানুষদের সাহায্যে আর্থিক উপার্জনের উৎস পাবেন।

ধনুঃ কাজ শেষে তাড়াতাড়ি বাড়ি ফিরলে, পরিবারের সদস্যরা খুশি হবে। কাজের ফাঁকে কিছুটা আরাম করতে পারবেন। বিবাহিত জীবনে কিছু সমস্যা হতে পারে। দুধ ব্যবসায়ীদের পক্ষে আজকের দিন শুভ।

মকরঃ ফাঁকা সময়ে সিনেমা সিরিয়াল দেখতে পারেন। বন্ধুদের সাহায্যে বিশেষ ব্যক্তির দেখা পাবেন। কাজ থেকে একটু ছুটি নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরত যেতে পারেন। আর্থিক খাতে বিনিয়োগের পূর্বে সবদিক ভেবে নীবেন।

কুম্ভঃ পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে তাঁদের বুঝতে শিখুন। বাচ্চাদের সঙ্গে কিছুটা ভালো সময় কাটাবেন। ফাঁকা সময়ে সিনেমা সিরিয়াল দেখতে পারেন। বড়িতে আসা অতিথিদের সাহায্যে কিছুটা আর্থিক উপার্জন হবে।

মীনঃ কোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে নিন। খবর না দিয়ে হঠাৎ বাড়িতে আত্মীয়ের আগমনে, কিছুটা মূল্যবান সময় নষ্ট হবে। প্রেমের সুযোগ আসলেও, তা ক্ষণস্থায়ী। সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে আজ।